পশ্চিমবঙ্গ

west bengal

রাত দখলের নামে মদের দোকানে মেয়েরা, বেফাঁস মন্ত্রী স্বপন দেবনাথ - Swapan Debnath Remarks on Women

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 2:41 PM IST

Swapan Debnath Remarks on Women Over Reclaim The Night: রাত দখলের নামে গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা ৷ আর তাঁদের রাত জেগে পাহারা দিতে হচ্ছে প্রশাসনকে ৷ আরজি কর ইস্যুতে এমনই বিতর্কিত মন্তব্য এবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ৷

Swapan Debnath Remarks on Women
মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)

পূর্বস্থলী, 18 সেপ্টেম্বর: রীতিমতো নির্দেশের সুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আরজি কর ইস্যু বা জুনিয়র ডাক্তারদের নিয়ে কোনও মন্তব্য যেন দলীয় নেতা-কর্মীরা না-করেন ৷ কিন্তু, সেই নির্দেশকেই বুড়ো আঙুল দেখালেন মমতার মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ ৷ রাত দখল কর্মসূচি নিয়ে মহিলাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য তাঁর মুখে ৷ রাজ্যের মন্ত্রীর মন্তব্য, রাত দখলের নামে মদের দোকানে গিয়ে মদ খাচ্ছেন মেয়েরা ৷ আর তাঁদের নিরাপত্তার জন্য রাত জাগতে হচ্ছে প্রশাসনকে ৷

বিতর্কিত মন্তব্য স্বপন দেবনাথের (নিজস্ব ভিডিয়ো)

সোমবার পূর্ব বর্ধমানের কালনা নতুন বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অংশ নেওয়া মহিলাদেরকে গভীর রাতে মদের দোকানে মদ খেতে যাওয়া মহিলাদের আমাদেরই পাহারা দিতে হচ্ছে ৷" স্বপন দেবনাথের এহেন মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷

মন্ত্রী বলেন, "রাত 11 টাতেই হোক কিংবা দু’টো হোক, বাংলায় রাত জাগার পরিবেশ আছে বলেই তো, তাঁরা রাত জাগতে পারছেন ৷ আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, তা মুখ্যমন্ত্রী সমর্থন করেন ৷ তিনি ফাঁসির দাবি করেছেন ৷" সরকার আছে বলেই মহিলারা রাতে আন্দোলনের নামে মদের দোকানে যেতে পারছেন বলে দাবি স্বপন দেবনাথের ৷

মন্ত্রী বলেন, "আমরা আছি বলেই তো এসব করতে পারছেন ৷ এটা তো মানতে হবে ৷ এটা তো অস্বীকার করে লাভ নেই ৷ আমার এলাকায় একটা দোকানে দেখেছি মেয়েরা রাতে মদ কিনতে যায় ৷ সেই খবর পাওয়ার পরে, আমি দেখতে যাই কোন মেয়েরা সেখানে রাতে মদ খেতে যায় ৷ আমি হোটেলে গিয়ে বলে এসেছি মেয়েরা যেন মদ না-পায় ৷ কারণ, সেখানে যদি কোনও অঘটন ঘটে যায়, সেটাও তো আমাকে দেখতে হচ্ছে ৷"

নিজের বক্তব্যের সাফাইও দিলেন মন্ত্রী ৷ তিনি বলেন, "আমি কোনও মহিলাকে অসম্মান করার জন্য বলিনি ৷ আজ বলতে বাধ্য হচ্ছি ৷ কারণ, তাঁদেরকে তো রাতে পাহারা দিতে হচ্ছে ৷ বাবা-মা কি খোঁজ নেবেন না ? বাবা-মা কি জানতে চাইবেন না, মেয়ে রাতে কোন মদের দোকানে যাচ্ছে ? আন্দোলন করুক, মিটিং-মিছিল করুক ৷ কিন্তু, তাঁদের তো জানতে হবে মেয়ে কোথায় গেল ৷ না-হলে কিছু ঘটলে তো সেই দায় আমাদের উপরেই চাপছে ৷"

ABOUT THE AUTHOR

...view details