কলকাতা, 10 ফেব্রুয়ারি: বিদ্যার দেবী সরস্বতী ৷ কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায়, সরস্বতী পুজোর আয়োজনে নেই কোনও জাঁকজমক ৷ তবে কি পরীক্ষার কারণে বাগদেবীর আরাধনায় এবার ভাটা পড়তে চলল ? ডোমপাড়ার শিল্পীদের মত তেমনটাই ৷ হাতে গুনে আর চারদিন পর সরস্বতী পুজো ৷ কিন্তু, এখনও বাঁশের কঞ্চি দিয়ে নকশা করা রেডিমেড মণ্ডপের কোনও বায়না আসেনি শিল্পীদের কাছে ৷ আর এর মূল কারণ হিসেবে শিল্পীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকেই মনে করছেন ৷
ডোমপাড়ার শিল্পীদের কথায়, "আমাদের এই বাঁশের কাজের এখন কদর খানিক কমেছে ৷ আগে যেমন সারা বছর নানান পুজো বা ভোট বা বিভিন্ন অনুষ্ঠানে আমরাই বাঁশের কঞ্চি দিয়ে মডেল করে দিতাম, এখন আর তেমনটা হয় না ৷ তবে লক্ষ্মী, সরস্বতী বা কালীপুজোর সময় খানিকটা রেডিমেড মণ্ডপের অর্ডার আসে ৷ গত বছরেও বেশ ভালোই অর্ডার এসেছিল ৷ তবে, এবার এখনও অর্ডার পায়নি ডোম পাড়ার শিল্পীরা ৷"
উল্লেখ্য, মাধ্যমিক শেষ হবে 12 ফেব্রুয়ারি ৷ মাধে 13-15 ফেব্রুয়ারি তিনদিনের বিরতি ৷ ফের 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আর এর মাঝে পড়েছে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো ৷ ফলে স্কুলগুলিতে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে ৷ আর সপ্তাহখানেকের মধ্যে উচ্চমাধ্যমিক ৷ ফলে দ্বাদশের পড়ুয়ারা তাঁদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন ৷ ফলে এই পুজো যাঁদের জন্য, সেই ছাত্রছাত্রীরা পরীক্ষায় মন দেবে, নাকি পুজোতে ? তবে, কথায় আছে 'আশায় বাঁচে চাষা' ৷ তেমনই আশা করে রয়েছেন ডোমপাড়ার মণ্ডপ শিল্পীরা ৷ তাঁরা বলছেন, "আশা করছি মাধ্যমিক শেষ হলে, বাকি এক-দু’দিনে কয়েকটি মণ্ডপ বিক্রি হবে ৷"