দুর্গাপুর, 7 অগস্ট: দুর্গাপুরে বুধবার থেকে শুরু হল বিজেপির রাঢ়বঙ্গ জোনের আটটি সংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ বৈঠক। আর গুরুত্বপূর্ণ এই বৈঠকেও গেরুয়া শিবিরের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিককালের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা। সূত্রের খবর, এই রাজ্যে বাংলাদেশের ঘটনার কতটা প্রভাব পড়তে পারে এবং সে ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নেতা-কর্মীদের ভূমিকা কী হবে, সেই প্রসঙ্গেও আলোচনা হয়েছে বৈঠকে।
বিজেপির বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা, সিএএ অস্ত্রে শান লকেটের - Locket Chatterjee Bangladesh Issue
Locket Chatterjee on Bangladesh Issue: বাংলাদেশ ইস্যুতে আলোচনা হল বিজেপির বৈঠকে ৷ নিন্দা করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার ৷ ভারতীয় জনতা পার্টির নেতা-কর্মীদের ভূমিকা কী হবে, সেই প্রসঙ্গেও আলোচনা হয়েছে বৈঠকে।
Published : Aug 7, 2024, 8:06 PM IST
এদিনের এই বৈঠকে হাজির ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরা। আগামিদিনে এই রাজ্যে সাধারণ মানুষের কাছে বিজেপির প্রচারের মূল হাতিয়ার কী সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে বিজেপির বৈঠকে। আলোচনা শিবিরে যোগ দিতে আসার আগে বিজেপির প্রাক্তন সাংসদ তথা মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "'আজ বাইশে শ্রাবণ। কবিগুরুর প্রয়াণ দিবস। যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের হাতে লেখা তাঁরই মূর্তি আজ ফুটপাতে পড়ে আছে ৷ এই বাংলাদেশকে আমরা চিনি না ৷" অন্যদিকে, তিনি সিএএ আইন প্রসঙ্গে বলেন, "এখন মানুষ বুঝতে পারবে যে কতখানি গুরুত্বপূর্ণ বিল কেন্দ্রের মোদি সরকার পাশ করিয়েছে। কতটা গুরুত্ব রয়েছে এই বিলের তা বোঝা যাচ্ছে।"
বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ জানিয়ে লকেট চট্টোপাধ্যায় শান্তি বজায় রাখার কথাও বলেছেন। বাংলাদেশের ছাত্র সমাজকে আরও বেশি দায়িত্বশীল ও সংযত হওয়ার আবেদনও জানান তিনি। বুধবার দুপুরে দুর্গাপুরের বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে বিজেপি দলীয় কার্যালয়ে রাঢ়বঙ্গের আটটি বিজেপির সাংগঠনিক জেলা বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বোলপুর, বর্ধমান সদর, বর্ধমান দুর্গাপুর, আসানসোল এবং পুরুলিয়ার নেতা-কর্মীদের নিয়ে চলে এই বৈঠক।