বর্ধমান, 10 এপ্রিল: যারা সাধারণ মানুষের কাছে যেতে ভয় পায়, মানুষকে মুখ দেখানোর ক্ষমতা নেই, তারাই কাকার বাড়ি মেসোর বাড়ি যাবে । এভাবেই ফের শাসক দলের নেতাদের কটাক্ষ করলেন দিলীপ ঘোষ । বুধবার সকালে তিনি বর্ধমান পুরসভার 8 নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় চা চক্রে যোগ দেন । সেখানে তিনি ফের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "যারা মানুষের কাছে প্রচারে যাওয়ার ক্ষমতা বা সাহস পায় না, তারাই মেসো-কাকার বাড়ি যায় ।"
আজ চা চক্রে কেন দুর্গাপুরে তিনি হাতে স্টিক নিয়ে হেঁটেছিলেন, সেই ব্যাখ্যাও দিলেন বিজেপি নেতা ৷ উৎপাত করলে স্টিক দিয়ে শায়েস্তা করার হুঁশিয়ারিও দেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে, তাদের জন্যই বলছি ৷ আমরা সকাল থেকে মাঠে ময়দানে আছি, সাধারণ মানুষের সামনে আছি । পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, কোনও প্রশ্নের উত্তর যাদের কাছে নেই, তারাই ধর্না দিতে যায় ।"
মঙ্গলবার নন্দীগ্রাম থেকে প্রচার সেরে ফেরার সময় শুভেন্দু অধিকারী বলেন, "যত জনকে জেল খাটিয়েছে, বিজেপি যেদিন সরকার গড়বে, তাদের সবাইকে 5 হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেবে ।" এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী যা বলেছেন, তা নিশ্চয়ই ভেবেই বলেছেন ।"
গতকাল দুর্গাপুরে প্রাতভ্রমণ করার সময় দিলীপ ঘোষকে লাঠি হাতে ঘুরতে দেখা গিয়েছিল । এদিন বর্ধমানে অবশ্য তাঁর হাতে লাঠি ছিল না । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এখানে সেরকম কোনো উৎপাতের লোক নেই তাই তিনি স্টিক গাড়িতে রেখে এসেছেন। আর যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে কিভাবে ঠান্ডা করতে আমাদের জানা আছে। সকালবেলা আমি ঘুরছিলাম একজন হাতে স্টিক দিয়ে গেল। সেটা গাড়িতে আছে। দরকার পড়লে বের করব ।"