দুর্গাপুর, 17 জুন: লোকসভা নির্বাচন মিটতে না মিটতে রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে হিংসার ঘটনা সামনে আসছে ৷ বেশিরভাগ জায়গায় বিরোধীদলের নেতা, কর্মী ও সমর্থকদের মারধর ও তাদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছে ৷ এসব ঘটনায় কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলকেই ৷ দুর্গাপুরেও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ৷ এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷
ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (ইটিভি ভারত) তিনি সোমবার দুর্গাপুরে বলেন, "স্থানীয় দুষ্কৃতীরা এই কাজ করছে । এগুলো নতুন কিছু নয়, বিগত বেশ কয়েকবছর ধরেই পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা চলছে । স্থানীয় দুষ্কৃতীরা এসব করে । ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ।"
লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ । দুর্গাপুরে প্রথম প্রচার শুরু করেছিলেন চতুরঙ্গ ময়দান থেকে । প্রবীণ নাগরিকদের সঙ্গে সেদিন কথা বলেছিলেন তিনি ৷ তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন । নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েও রবিবার ফের দুর্গাপুরে গেলেন দিলীপ ঘোষ । তিনি রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের 31 নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন । অভিযোগ, সেই কার্যালয় থেকে দিলীপ ঘোষ যেতেই ব্যাপক ভাঙচুর করা হয় ৷ বেশ কয়েকটি গাড়িতে হামলা চালানো হয় । বিজেপি কর্মীদের মারধর করারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।
সোমবার সকালে ফের দুর্গাপুরে গিয়ে প্রাতঃভ্রমণ করেন এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ ৷ তাঁদের শারীরিক অবস্থারও খোঁজ নেন । তিনি এদিন প্রবীণ নাগরিকদের সঙ্গে বসে চা পানও করেন ।
ভোটে পরাজয়ের পর দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তাঁর নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে তাঁকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য সরাসরি দলের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন সাংসদ ৷ তবে এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে আবারও শাসকদলকে নিশানা করলেন দিলীপ ঘোষ ৷