ডায়মন্ড হারবার, 31 জুলাই:প্রায় দিন 30 থেকে 40 মিনিট দেরিতে চলছে ভোরের ট্রেন ৷ এমনটাই অভিযোগ তুলে বুধবার রেল অবরোধ করলেন ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকালের নিত্যযাত্রীরা ৷ এই অবরোধের জেরে সম্পূর্ণ ব্যাহত হয়েছে এই শাখায় রেল পরিষেবা ।
রেল অবরোধে ব্যাহত ট্রেন চলাচল (ইটিভি ভারত) নিত্যযাত্রী তিলকা সরদার বলেন,"তিনমাস ধরে ট্রেন ঠিক সময়ে চলছে না ৷ 20 থেকে 40 মিনিট ট্রেন দেরিতে চলছে ৷ আমরা আগামিকাল থেকে সঠিক সময়ে ট্রেন পরিষেবা চাইছি ৷ তাই এই অবরোধ ৷ যদি আমাদের দাবি না মানা হয় এই অবরোধ চলবে ৷ আমরা গরিব মানুষ বলে আমাদের সময়ের কোনও দাম নেই ৷ আমরা সময়ে কাজে পৌঁছতে পারছি না ৷ রেল আমাদের লিখিত দিতে বলছে ৷ আমরা তা দেব না ৷ সকলকে আমাদের মত অসুবিধা ভোগ করতে হবে ৷"
জানা গিয়েছে, বুধবার ভোর 5টা 40 মিনিট থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন । নিত্যযাত্রীদের অভিযোগ, ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকালের ট্রেন দেরিতে চলায় মৌখিকভাবে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ কিন্তু রেল প্রশাসনকে জানিও কোনরকম সুরাহা হয়নি ৷ এবার তাই বাধ্য হয়েই সপ্তাহের তৃতীয় দিনে ব্যস্ত সময়ে ভোর থেকে রেল অবরোধ করেছেন নিত্যযাত্রীরা । এর ফলে এ দিন ভোর থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল চলাচল ব্যাহত হয়েছে ।
অবরোধকারীদের সঙ্গে কথা রেল পুলিশের (নিজস্ব ছবি) অবরোধকারীদের দাবি, নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করতে হবে । তাঁরা জানান, আজকের এই অবরোধ কর্মসূচি দুপুর বারোটা পর্যন্ত চলবে । যদি রেলের তরফ থেকে কোনও আশ্বাস না মেলে তাহলে 24 ঘণ্টাও অবরোধ জারি থাকতে পারে ৷ এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকেরা ৷ রেলের আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক দফা কথাও হয় অবরোধকারীদের । কিন্তু নিজেদের দাবিতে অনড় অবরোধকারীরা ।
রেল অবরোধকারীরা বৈশাখী প্রামাণিকের কথায়, "রোজদিন কর্মক্ষেত্রে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে ৷ কাজের জায়গায় গিয়ে বসেদের থেকে কটু কথা শুনতে হচ্ছে । প্রত্যেকদিন তো একই অজুহাত দেওয়া যায় না যে ট্রেন দেরিতে এসেছে । একই অজুহাতও কেউ বিশ্বাস করবে না । কিন্তু সপ্তাহের বেশিরভাগ সময়ই স্বাভাবিকের থেকে 30 মিনিট থেকে 40 মিনিট ট্রেন দেরিতেই গন্তব্যস্থলে পৌঁছচ্ছে । এর ফলে সমস্যার মধ্যে পড়ছি আমরা নিত্যযাত্রীরা ।"
ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা (নিজস্ব ছবি) উল্লেখ্য, দু'দিন আগেই ডায়মন্ড হারবার লোকালে ধোঁয়া দেখা গিয়েছিল । যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা । সেই ঘটনাটি ঘটেছিল সুভাষগ্রাম স্টেশনে ৷ ট্রেনের কামরার নীচে চাকার কাছে আগুনের ফুলকি বেরচ্ছিল । পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরিষেবা স্বাভাবিক করা হয় ৷ সেই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় । ওই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রেল অবরোধের জেরে ব্যাহত হল ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ৷