আলিপুরদুয়ার, 12 অক্টোবর: দিল্লি থেকে ভুটানে লাল চন্দন কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ করেছিল সীমান্তবর্তী জয়গাঁও পুলিশ ৷ সেই ঘটনায় এবার ধৃত ভুটানের নাগরিক তাশি দর্জিকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুরদুয়ার আদালত ৷ উল্লেখ্য, উদ্ধার হওয়া লাল চন্দন কাঠগুলির বাজারমূল্য কোটি টাকার কাছাকাছি ৷
আলিপুরদুয়ার পুলিশের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি থেকে কুরিয়ার মারফত একটি বিশাল বড় কনসাইনমেন্ট আসে জয়গাঁওয়ের বাসিন্দা বিজয় কুমার আগরওয়ালের কাছে ৷ কিন্তু বিজয় কুমার আগরওয়াল সাম্প্রতিককালে তেমন কিছু অর্ডার করেননি বা তাঁর নামে কেউ কুরিয়ার পাঠায়নি ৷ ফলে সন্দেহ হওয়ায় তিনি ট্রাক ভর্তি কনসাইনমেন্ট জয়গাঁও থানায় নিয়ে যান ৷ সেখানে পুলিশ প্যাকিং কেটে দেখে লাল চন্দন কাঠের ছোট ছোট গুড়ি রয়েছে ৷ সেরকম 90 পিস চন্দন কাঠ ছিল সেখানে ৷ যার ওজন প্রায় 1 হাজার কেজি ৷