পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গার জলের চাপে ভূতনি চরের প্রধান সংযোগকারী রাস্তায় বড় ফাটল, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা - Crack in Bridge - CRACK IN BRIDGE

Crack in Bridge: গঙ্গার জলস্তর বেড়ে ভূতনির চর গঙ্গার জলের নীচে ৷ ফাটল ধরেছে চরের মূল সংযোগকারী ভূতনি ব্রিজে ৷ ফাটল ধরেছে প্রায় 100 মিটার এলাকায় ৷

Crack in Bridge
গঙ্গার জলের চাপে ভূতনি চরের প্রধান সংযোগকারী রাস্তায় বড় ফাটল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 5:56 PM IST

Updated : Aug 24, 2024, 6:47 PM IST

মালদা, 28 অগস্ট: দু’দিন থেমে থাকার পর শনিবার ফের বাড়তে শুরু করেছে গঙ্গার জলস্তর ৷ প্রাথমিক স্বস্তির পর ফের খারাপ সময়ের প্রহর গুনছে ভূতনি ৷ এখনও গোটা চর গঙ্গার জলের নীচে ৷ জল ঢুকে পড়েছে ভূতনি থানা থেকে শুরু করে একাধিক স্কুলেও ৷ মানুষকে ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে ৷

গঙ্গার জলের চাপে ভূতনি চরের প্রধান সংযোগকারী রাস্তায় বড় ফাটল, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা (ইটিভি ভারত)

এরই মধ্যে দেখা দিয়েছে নতুন সংকট ৷ এই চরের মূল সংযোগকারী ভূতনি ব্রিজ ৷ সেই ব্রিজের সংযোগকারী রাস্তায় দেখা দিয়েছে ফাটল ৷ বিষয়টি নজরে আসতেই নতুন আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে ৷ যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত ওই রাস্তা ঠিক করা হবে ৷

দিনদশেক আগেই গঙ্গার জল ঢুকতে শুরু করেছিল ভূতনি চরে ৷ এই চরে থাকা তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর চণ্ডীপুর ৷ এই পঞ্চায়েতের প্রায় প্রতিটি গ্রামই জলমগ্ন ৷ জল ঢুকেছে দক্ষিণ চণ্ডীপুর ও হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ৷ বন্যা দুর্গত এলাকায় রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন ৷ তবে তা অপ্রতুল ৷ অভাব রয়েছে পানীয় জল, শিশুখাদ্য থেকে শুরু করা গো খাদ্যেরও ৷

গঙ্গার জলের চাপে ভূতনি চরের প্রধান সংযোগকারী রাস্তায় বড় ফাটল (নিজস্ব চিত্র)

গত দু’দিন গঙ্গার জলস্তর নামতে থাকায় খানিকটা স্বস্তি পেয়েছিলেন বন্যার্তরা ৷ কিন্তু গতকাল রাত থেকে ফের বাড়তে শুরু করেছে গঙ্গার জল ৷ ভাঙা বাঁধ মেরামতিতে নেমে পড়েছে জেলা সেচ দফতর ৷ তাতে খানিকটা কাজ হলেও গঙ্গার জল পুরোপুরি আটকানো যায়নি ৷ এখনও বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকছে চরে ৷ তবে তার গতি খানিকটা কমেছে ৷

মানিকচকের মথুরাপুর থেকে ভূতনি চরে যাওয়ার মূল যোগাযোগের মাধ্যম ফুলহর নদীর উপর নির্মিত ভূতনি ব্রিজ ৷ এবার সেই ব্রিজের সংযোগকারী রাস্তায় দেখা দিয়েছে ফাটল ৷ এর আগেই দু’টি কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল উত্তর চণ্ডীপুরের ৷ কিন্তু কোনও কারণে এই ফাটলের জন্য ব্রিজের সংযোগকারী রাস্তা ভেঙে গেলে বিচ্ছিন্ন হয়ে যাবে বাকি দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকাও ৷

শনিবার ব্রিজের সংযোগকারী রাস্তায় প্রায় 100 মিটার এলাকা জুড়ে ফাটল দেখা গিয়েছে ৷ স্থানীয়দের বক্তব্য, বন্যার জলের চাপ সহ্য করতে না পারার জন্যই এই ফাটল ৷ চরের শ্যামসুন্দরটোলার বাসিন্দা গোপাল মণ্ডল বলছেন, “বেশ কয়েকদিন ধরে গঙ্গার জলে চাপ সহ্য করতে হয়েছে এই রাস্তাকে ৷ সেই চাপ সহ্য করতে না পেরে গত পরশু রাস্তার ধারে ফাটল ধরে ৷ এই রাস্তা যদি কোনোভাবে কেটে যায়, তবে ভূতনি চরের যোগাযোগ ব্যবস্থাই ধসে যাবে ৷ গঙ্গার জল এখনও বেড়ে চলেছে ৷ পরিস্থিতি খুব একটা ভালো নয় ৷ এই রাস্তাটাকে যেভাবেই হোক, বাঁচাতে হবে ৷”

গঙ্গার জলের চাপে ভূতনি চরের প্রধান সংযোগকারী রাস্তায় বড় ফাটল (নিজস্ব চিত্র)

মালদা শহর থেকে ভূতনি চরে বিস্কুট সরবরাহ করতে যান প্রণব কুণ্ডু ৷ তিনি বলেন, “গঙ্গার জল ফের বাড়ছে ৷ চারদিক ডুবে গিয়েছে ৷ চরের ভিতরে লোকজনের অবস্থা খুব খারাপ ৷ এরই মধ্যে মূল রাস্তায় ফাটল দেখা দিয়েছে ৷ প্রায় দু’রশি এলাকা জুড়ে ফাটল ধরেছে ৷ এই ফাটল আরও চওড়া হলে রাস্তাটাই কেটে যেতে পারে ৷ ব্রিজের কাজ যে খারাপ হয়েছে তা নয় ৷ কিন্তু বন্যার জলের চাপ রাস্তা আর নিতে পারেনি ৷ এখনও পর্যন্ত এখানে সরকারিভাবে পর্যাপ্ত নৌকার ব্যবস্থা করা হয়নি ৷ চর থেকে মূল ভূখণ্ডে যেতে গরিব মানুষের 100 টাকা খরচ হয়ে যাচ্ছে ৷ সরকারকে বলব, দুর্গত মানুষের কথা চিন্তা করে এখানে নৌকার সংখ্যা আরও বাড়ানো হোক ৷”

ব্রিজের সংযোগকারী রাস্তার ফাটল নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও৷ এই নিয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, “ওই ফাটল মেরামতের জন্য পূর্ত দফতরকে বলা হয়েছে ৷ দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছেন সেচ দফতরের লোকজন ৷ ওই দুই দফতর যৌথভাবে ফাটল পরীক্ষা করেছে ৷ প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে৷ প্রশাসন ভূতনির পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে ৷”

Last Updated : Aug 24, 2024, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details