পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংগঠনকে শক্তিশালী করতে নয়া পরিকল্পনা সিপিআইএমের, কী নির্দেশ ? - CPIM POLITICAL AWARENESS CAMPAIGN

রাজনৈতিক চর্চা বৃদ্ধিতে এরিয়া কমিটিগুলিকে প্রস্তুতি শুরুর নির্দেশ ৷ আলোচনার বিষয় ঠিক করে দেবে সিপিআইএম রাজ্য কমিটি ৷

CPIM POLITICAL AWARENESS CAMPAIGN
সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে রাজনৈতিক চর্চার প্রস্তুতি সিপিআইএমের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 2:21 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: দলের সদস্য তো বটেই, দলীয় সমর্থকদের মধ্যেও রাজনৈতিক চর্চা কমছে ৷ তাই এবার দলের মধ্যে রাজনৈতিক চর্চা বৃদ্ধি করতে উদ্যোগী সিপিআইএম ৷ নেতৃত্বের মতে, তা করা না-গেলে ভবিষ্যতে সিপিআইএমের সাংগঠনিক পরিস্থিতি আরও খারাপ হবে ৷ আর এই তথ্য উঠে এসেছে সিপিআইএমের বিভিন্ন জেলা সম্মেলন থেকে ৷

এ নিয়ে আলোচনায় বসেছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম এবং সূর্যকান্ত মিশ্ররা ৷ সেই মতো প্রাথমিকভাবে বিভিন্ন এরিয়া কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজনৈতিক চর্চা বৃদ্ধির প্রস্তুতি শুরু করতে ৷ সূত্রের দাবি, সেই সব চর্চার বিষয় কী হবে, তা ঠিক করে দেবে সিপিআইএম রাজ্য কমিটি ৷ যেখানে রাজ্য, কেন্দ্র ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তুলে ধরা হবে ৷ আর সেই নিয়ে কর্মী ও সমর্থকদের রীতিমতো পড়াশোনা করতে হবে ৷ পরবর্তীতে বিভিন্ন এরিয়া কমিটি, তা নিয়ে আলোচনা করবে ৷

তবে, সেই বিষয়গুলির সঙ্গে স্থানীয় সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতিও যুক্ত করা যেতে পারে ৷ সিপিআইএম রাজ্য কমিটির এক নেতা বলেন, "ক্ষমতার পালাবদলের পর থেকে ক্রমশ ভোট ব্যাংক তলানিতে ঠেকেছে ৷ সাধারণ খেটে খাওয়া মানুষ এখন আমাদের ভোট দেন না ৷ বিভিন্ন রাজনৈতিক দলের থেকে নানান রকম সুবিধা পেয়ে মতাদর্শগত রাজনীতি থেকে তাঁরা সরে দাঁড়িয়েছেন ৷"

তাঁর মতে, "তৃণমূল কিংবা বিজেপি সাময়িক কিছু অর্থ কিংবা অন্য সুযোগ-সুবিধার বিনিময়ে আমাদের ভোট ব্যাংক টেনে নিচ্ছে ৷ অথচ এই দুই শক্তি যে সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি করছে, তা সাধারণ মানুষ বুঝতে পারছে না ৷ ঠিক তেমনই তাঁদের কাছে দলের সদস্যরা সরাসরি পৌঁছতেও পারছেন না ৷"

রাজ্য কমিটির ওই সদস্য বলেন, "সেই কারণে দলের সদস্য ছাড়াও সমর্থকদের মধ্যে রাজনৈতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করা হবে ৷ এর জন্য 'বঙ্গে আরএসএসের উত্থান এবং তৃণমূলের ভূমিকা' কিংবা, জনমুখী প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্যের বাস্তব পরিস্থিতির মতো বিভিন্ন বিষয় ঠিক করে দেওয়া হবে ৷"

সিপিআইএমের আরেকটি সূত্রের দাবি, "এই রাজনৈতিক চর্চার সঙ্গে দলের ক্লাসগুলিকে গুলিয়ে ফেললে চলবে না ৷ দলের ক্লাসগুলি মূলত ডায়লগ ভিত্তিক হয় ৷ যেখানে একজন বা দু’জন বলেন আর বাকিরা শোনেন ৷ কিন্তু, নতুন যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ মনোলগ ৷ অর্থাৎ, নির্দিষ্ট কোনও বিষয়ে আলোচনা সভায় সকলে যেমন শ্রোতা হবেন, তেমনই সবাই বক্তা ৷"

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলাতেও একই আভাস পাওয়া গিয়েছে ৷ সিপিআইএমের নদিয়া জেলা সম্মেলনের পর, দক্ষিণ 24 পরগনার সম্মেলনে বামপন্থা প্রসারের ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ বৃহত্তর বাম ঐক্য তৈরি করে দক্ষিণ পন্থা রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে নেতৃত্বের তরফে।

ABOUT THE AUTHOR

...view details