কলকাতা, 23 নভেম্বর: দীর্ঘদিন ধরে কাজ জানা আধিকারিকদের লালবাজারের গোয়েন্দা বিভাগে ফেরাচ্ছেন নগরপাল মনোজ ভার্মা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই নড়েচড়ে বসেছে সিআইডি । কলকাতা পুলিশের উঁচু থেকে নিচুতলার পুলিশকর্মীদের মধ্যে হয়েছে রদবদল ।
বিগত কয়েক বছর আগে থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর থেকে ওসি, এই সমস্ত পুলিশ আধিকারিকদের আচমকাই বিভিন্ন থানায় বদলি করে দেওয়া হয়েছিল । একটি পরিসংখ্যান মিলিয়ে দেখা গিয়েছে, দীর্ঘদিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিভিন্ন সেকশনে কর্মরত পুলিশ কর্মীদের সেখান থেকে সরিয়ে বিভিন্ন থানায় ট্রান্সফার করে দেওয়ার পর তুলনামূলকভাবে শহরে অপরাধের প্রবণতা বেড়েছে । গোয়েন্দা বিভাগে আধিকারিকদের ক্রিমিনাল নেটওয়ার্ক ক্রমেই হ্রাস পেয়েছে । ফলে অপরাধ চিহ্নিত করার কাজ গত কয়েক বছরের তুলনায় অনেকটাই কম হয়েছে ।
তাই এবার দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করে আসা ওই সকল পুলিশ আধিকারিকদের থানা থেকে বদলি করে ফের আগের জায়গায় নিয়ে আসা হচ্ছে ৷ অর্থাৎ পুনরায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ফিরছেন তাঁরা । পাশাপাশি এতদিন ধরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মরত ওই সকল পুলিশ আধিকারিকদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন ঘটনা প্রবণ থানার অফিসার ইনচার্জ পদে বসানো হচ্ছে ।
এই আধিকারিকদের মধ্যেই রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞ সম্পন্ন অফিসার ইনচার্জ সৌম্য ঠাকুর ৷ এতদিন অন্য জায়গায় ওসির দায়িত্বে ছিলেন তিনি । এখন তাঁকে বদলি করে মুচিপাড়া থানার দায়িত্ব দেওয়া হল । পাশাপাশি এতদিন দক্ষিণ কলকাতার ময়দান থানার অতিরিক্ত ওসির পদে ছিলেন দীপঙ্কর বিশ্বাস । এবার তাঁকে বদলি করা হয়েছে লেদার কমপ্লেক্স থানায় । দীপঙ্কর বিশ্বাসের জায়গায় ময়দান থানার অতিরিক্ত ওসি হলেন ইন্সপেক্টর শেখ সাবিরউদ্দিন । তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ছিলেন ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, ‘‘মূলত ক্রাইম ডিটেকশন কমছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । ফলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করা অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের পুনরায় সেই বিভাগে ফিরিয়ে আনা হচ্ছে । তার মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে । বিভিন্ন ঘটনা প্রবণ এলাকার থানায় ভালো কাজ জানা অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হচ্ছে ।’’