কলকাতা, 6 জুলাই: লেক অ্যাভিনিউয়ে গুলি চালনার ঘটনায় তিন নয়, বরং 5 দুষ্কৃতী জড়িত ৷ অধরা দুই দুষ্কৃতী বর্তমানে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছে । ধৃতদের জেরা করে তাদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে লালবাজার ৷ এরপরেই পলাতক দু'জনকে ধরতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং ডাকাতি দমন শাখার গোয়েন্দারা পাড়ি দিলেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে । জানা গিয়েছে, লালবাজারের এই দলে রয়েছেন একজন ডিএসপি পদমর্যাদার অফিসার এবং তাঁর নেতৃত্বে রয়েছেন বেশ কয়েকজন সাব-ইন্সপেক্টর ।
বৃহস্পতিবার রাতে টালিগঞ্জ থানা এলাকার 68 নম্বর লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলের ন'তলায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে । পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্ত্রী পুনমকে নিয়ে ন'তলায় একাই থাকেন দেবাশিস দে । বৃদ্ধ দেবাশিস পেশায় ব্যবসায়ী । ওই বহুতলে গত কয়েকবছর ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করেন সঞ্জয় নামে এক ব্যক্তি । ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে ।