পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লেক অ্যাভিনিউ কাণ্ডে জড়িত আরও দুই, দুষ্কৃতীদের খোঁজে ঝাড়খণ্ডে লালবাজারের গোয়েন্দারা - Lake Avenue Shootout

Lake Avenue Shootout Case: লেক অ্যাভিনিউ গুলিকাণ্ডে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে কলাকাতা পুলিশ ৷ তাদের জেরা করে জানা গিয়েছে এই ঘটনায় জড়িত 5 জন ৷ ওই দুষ্কৃতীদের খোঁজে ঝাড়খণ্ডে পাড়ি দিলেন লালবাজারের গোয়েন্দারা ৷

Lake Avenue Shootout
গুলিকাণ্ডে দুষ্কৃতীদের খোঁজে ঝাড়খণ্ডে লালবাজার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 4:51 PM IST

কলকাতা, 6 জুলাই: লেক অ্যাভিনিউয়ে গুলি চালনার ঘটনায় তিন নয়, বরং 5 দুষ্কৃতী জড়িত ৷ অধরা দুই দুষ্কৃতী বর্তমানে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছে । ধৃতদের জেরা করে তাদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে লালবাজার ৷ এরপরেই পলাতক দু'জনকে ধরতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং ডাকাতি দমন শাখার গোয়েন্দারা পাড়ি দিলেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে । জানা গিয়েছে, লালবাজারের এই দলে রয়েছেন একজন ডিএসপি পদমর্যাদার অফিসার এবং তাঁর নেতৃত্বে রয়েছেন বেশ কয়েকজন সাব-ইন্সপেক্টর ।

বৃহস্পতিবার রাতে টালিগঞ্জ থানা এলাকার 68 নম্বর লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলের ন'তলায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে । পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্ত্রী পুনমকে নিয়ে ন'তলায় একাই থাকেন দেবাশিস দে । বৃদ্ধ দেবাশিস পেশায় ব্যবসায়ী । ওই বহুতলে গত কয়েকবছর ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করেন সঞ্জয় নামে এক ব্যক্তি । ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

পুলিশের প্রাথমিক ধারণা, এই কর্মী সঞ্জয় প্রথম সাফাই করতে এসে গোটা ঘটনার রেইকি করে যায়। কখন দরজা খোলা থাকে? কখন কোন সদস্য ফ্ল্যাটের ভিতর থাকেন? ফ্ল্যাটের কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা রয়েছে? কোন দরজা দিয়ে পালিয়ে গেলে সহজে ধরা যায় না, আগেই দুষ্কৃতীদের সঞ্জয় এই তথ্যগুলি তুলে দিয়েছিল । আর তারপরেই সেখানে ডাকাতির ছক কষা হয় ৷ তবে শেষমেষ ডাকাতি করার চেষ্টা বিফলে যায় । অভিযোগ, সেখানে বেশ কয়েক রাউন্ড গুলিও চলে ।

এই ঘটনার তদন্ত নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এই তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনায় জড়িত রয়েছে আরও দুই অভিযুক্ত। যারা ঝাড়খণ্ডে পাড়ি দিয়েছে । আর সেই জন্যই কলকাতা পুলিশের গুন্ডা দমন এবং ডাকাতি দমন শাখার গোয়েন্দারা ইতিমধ্যেই ঝাড়খণ্ডের উদ্দেশে গিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details