পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষার আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উচ্চমাধ্যমিক পড়ুয়ারা, বিতর্ক সিউড়িতে - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

HS Students in CM Meeting: সোমবার দ্বিতীয় ভাষার পরীক্ষা ৷ তার আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উচ্চমাধ্যমিক পড়ুয়াদের নিয়ে আসায় বিতর্ক সিউড়িতে ৷ রবিবার চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

HS Students in CM Meeting
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উচ্চমাধ্যমিক পড়ুয়ারা

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 4:19 PM IST

সিউড়ি, 18 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আসাকে কেন্দ্র করে বিতর্ক । সোমবার পরীক্ষা রয়েছে উচ্চমাধ্যমিকের ৷ তার আগে সরকারি কন্যাশ্রী থেকে শুরু করে সবুজসাথী, রূপশ্রী, শিক্ষাশ্রীর প্রচারে ব্যানার হাতে বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের সভায় আনা হয়েছে। যার মধ্যে রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও, যা নিয়ে স্বাভাবিকভাবেই বীরভূম জেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক ৷ সোমবার রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা ৷ তারমধ্যেই রবিবার ছুটির দিন দেখে সিউড়ির চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন তিনি । কিন্তু দেখা গেল পরীক্ষার একদিন আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় সিউড়ির বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে আসা হয়েছে । স্কুলের পোশাক পরেই ছাত্রছাত্রীরা এদিন প্রশাসনিক সভায় যোগদান করে। পড়ুয়াদের হাতে ছিল ছোট ছোট পোস্টার । তাতে লেখা, 'দিদি ধন্যবাদ', 'কন্যাশ্রী', 'রূপশ্রী', 'সবুজসাথী', 'শিক্ষাশ্রী' প্রভৃতি ।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উচ্চমাধ্যমিক পড়ুয়ারা

কীভাবে পরীক্ষার ঠিক আগের দিন পড়ুয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিয়ে আসা হল? তা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । যেখানে পরীক্ষার জন্য শব্দমাত্রা নিয়ন্ত্রণ থেকে একগুচ্ছ বিধিনিষেধ জারি রয়েছে ৷ সেখানে পরীক্ষা চলার মাঝে প্রশাসনিক সভায় হাজির পড়ুয়ারা ৷ এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বলেন, "স্কুল থেকে আসতে বলেছে । মুখ্যমন্ত্রীর সভা আছে তাই জন্যই এখানে এসেছি আমরা।"

লোকসভা ভোটের আগে অনুব্রতর গড়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এই সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এই সফরেই বৈঠক করার কথা রয়েছে মমতার । এই বৈঠকেই জেলা কোর কমিটি রদবদলের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে । উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্বল্পদৈর্ঘ্যের সফর সূচি তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর । পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে এসেই জেলার সাংসদ-বিধায়ক সহ কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:

  1. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা
  2. দিদির মুখোমুখি দিদি, এবার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিতে পারেন মমতা !
  3. হাতে মাত্র 30 মিনিট ! অসহায় পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে নজির পুলিশের

ABOUT THE AUTHOR

...view details