পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাবার নিয়ে আশঙ্কা ! জুনিয়র ডাক্তারদের সতর্ক করলেন মমতা - Mamata Meets Junior Doctors

Junior Doctors Protest in front of Swasthya Bhawan: স্বাস্থ্যভবনের সামনে 10 অগস্ট থেকে ধর্না দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ শনিবার দুপুরে আচমকা সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানান তিনি ৷ পাশাপাশি বাইরে থেকে আসা খাবার খাওয়া নিয়েও সাবধান করেন তিনি ৷

CM Mamata Banerjee
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 4:18 PM IST

Updated : Sep 14, 2024, 5:46 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: বাইরে থেকে আসা খাবার খাওয়া নিয়ে ডাক্তারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না-মঞ্চে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ মঙ্গলবার থেকে টানা পাঁচদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে পাঁচ দফা দাবিতে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা ৷

মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের বলেন, "বাইরে থেকে যে যা খাবার দিচ্ছে, সব খাবেন না ৷" জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করছেন ৷ তাঁদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ ৷ পথচলতি অনেক সাধারণ মানুষ আন্দোলনকারী চিকিৎসকদের কাছে চাল, ডাল, অন্য খাবার থেকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন ৷ এবার সেই খাবার নিয়ে সতর্কতা অবলম্বন করতে বললেন মমতা।

মুখ্যমন্ত্রীর বক্তব্য় থেকে স্পষ্ট তিনি আশঙ্কা করছেন, জুনিয়র ডাক্তাররা যে খাবার খাচ্ছেন, তা থেকে বিপদ ঘটতে পারে ৷ এর প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, "যাঁরা আমাদের খাবার পাঠাচ্ছেন, তাঁরা চান তিলোত্তমা বিচার পাক ৷ আমরা তাঁদের বিচারের জন্য লড়াই করছি ৷ এক্ষেত্রে যাতে আমাদের কোনও ক্ষতি না হয় সেজন্যই তাঁরা সদা সতর্ক ৷ মুখ্যমন্ত্রীর অভিভাবক হিসাবে উদ্বেগকে আমরা সম্মান করি ৷ তবে খাবার প্রত্যাখ্যান করার প্রশ্নই ওঠে না ৷"

মমতা জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য অনুরোধ করেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আস্থা থাকলে কাজে ফিরুন ৷ আমাকে একটু সময় দিন। সব ব্যবস্থা নেব ৷" শুক্রবার থেকেই ষড়যন্ত্রের প্রশ্ন উঠেছে ৷ তৃণমূল কংগ্রেস এবং রাজ্য প্রশাসনের একাংশ মনে করছে জুনিয়র চিকিৎসকদের সামনে রেখে একটা বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে ৷ যাতে আদতে দোষারোপ করা হবে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে ৷ সেই জায়গা থেকেই তারা বারবার সতর্ক থাকার কথা বলছেন ৷

এদিকে স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কার অডিয়ো কাণ্ডে গ্রেফতার হয়েছেন সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্ত ৷ সেই অডিয়ো শুক্রবার প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তাঁর এও আশঙ্কা ছিল যে, আন্দোলনকারী চিকিৎসকরা যে খাবার খাচ্ছেন, তা থেকেও বিপদ হতে পারে ৷ তারপর সব দোষ এসে পড়বে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপরে ৷ এবার সেই আশঙ্কার কথা ধরা পড়ল রাজ্যের প্রশাসনকি প্রধানের কথাতেও ।

Last Updated : Sep 14, 2024, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details