কলকাতা, 20 জানুয়ারি: কিছুদিন আগেই শোনা গিয়েছিল, যীশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারা নাকি পা রাখছেন বলিউডে ৷ তাঁকে নাকি লঞ্চ করবেন খোদ সলমন খান ! কিন্তু সেই খবর যে ভুয়ো তা সামাজিক মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন মডেল সারা ৷ তাহলে কি তিনি এই মুহূর্তে সিনেমায় কাজ করবেন না ? ভবিষ্যত নিয়ে পরিকল্পনাই বাকি, মুখ খুললেন ইটিভি ভারতের কাছে
তিনি বলেন, "কী করে যে এই খবর রটেছে আমি জানি না। তবে, ঘটনাটা তো সত্যি নয়। আমি এই মুহূর্তে বাংলা বা হিন্দি কোনও সিনেমাতেই কাজে নেই। এই মুহূর্তে আমার মেইন ফোকাস মডেলিং-এ। সেটাতেই মন দিতে চাই। তবে, আমি যে সিনেমা করব না তা নয়। কিন্তু সেটা পরে হবে। এখনই নয়।"
যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার জেষ্ঠ্য কন্যা সারা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'উমা' ছবির হাত ধরে বিনোদন দুনিয়ায় পা রাখেন। বাবার চরিত্রে ছিলেন স্বয়ং যীশু। 19 বছর বয়সি এই সুন্দরী কন্যে এরপর বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য হেঁটেছেন মার্জার সরণিতে। পড়াশোনার পাশপাশি মডেলিং করছেন সারা। এরপর কলকাতার নামী রূপটান শিল্পীর হাতের ছোঁয়ায় একদম অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি।
সম্প্রতি নীলাঞ্জনার দুই কন্যা সারা এবং জারাকে পাওয়া গিয়েছিল 'হরগৌরী পাইস হোটেল'-এর শেষ দিনের শুটিংয়ে। প্রযোজক মায়ের পাশে ছায়ার মতো থাকতে দেখা যায় দু'জনকেই। প্রযোজক হিসেবে মায়ের ভূমিকা এবং অধ্যবসায়ের তারিফ করেন সারা। জারা সবে মাত্র ক্লাস সিক্স। সেও মায়ের সারাদিনের ব্যস্ততাকে স্যালুট জানায়। সারা বলেন, "আমরা আমাদের মায়ের জন্য গর্বিত। দিন নেই, রাত নেই মাকে পরিশ্রম করতে দেখি। মা ভীষণ ব্যস্ত। এমনও হয়েছে যে রাত তিনটের সময়, চারটের সময়ও মা কাজ সেরে বাড়ি ফিরেছে।"
জারার কাছে জানতে চাওয়া হয়, তার কী করতে ভালো লাগে। জারা বলে, "আমি নাচ করতাম। এখনও করি। আর স্কুলে আমি বাস্কেট বল খেলি বন্ধুদের সঙ্গে।" মডেল হিসেবে দিদিকে কেমন লাগে জানতে চাইলে জারার জবাব, "সি ইজ বিউটিফুল।" এরপর দুই বোনের খুনসুটিও ধরা পড়ে ইটিভি ভারতের ক্যামেরায়।