ETV Bharat / state

বাংলাদেশ থেকে দিদি সাপ্লাই লাইন করে দিয়েছে, সইফের উপর হামলায় মমতাকে নিশানা সুকান্তর - SUKANTA MAJUMDAR

পশ্চিমবঙ্গে ভুয়ো আধার ও ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার ৷ তাদের বিভিন্ন রাজ্যে পাচারের অভিযোগ করেন তিনি ৷

Sukanta Majumdar
সইফের উপর হামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 2:06 PM IST

আসানসোল, 20 জানুয়ারি: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকারীর বাংলাদেশি যোগ পাওয়া গিয়েছে ৷ সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷

তিনি বলেন, "বাংলাদেশ থেকে এখন তো দিদি সাপ্লাই লাইন করে দিয়েছে । এদিকে দিদির ভাই আছে কেজরিওয়াল, ওদিকে বাংলাদেশে দাদা আছে ইউনুস । ওই দিক থেকে মাল পাঠাবে ইউনুস ভাই । আর এদিক থেকে দিদি প্যাকেট করে কখনও দিল্লি কখনও চেন্নাইতে সাপ্লাই করবে । পুরো চেন সিস্টেম তৈরি হয়ে গিয়েছে । বাংলাদেশ থেকে প্রোডাক্ট আসবে । দিদি তাকে আধার কার্ড ও ভোটার কার্ড লাগিয়ে 15 হাজার টাকার বিনিময়ে সোজা সাপ্লাই করে দেবে । 'এগিয়ে বাংলা' মডেল ।"

রাজ্যকে তুলোধনা সুকান্ত মজুমদারের (ইটিভি ভারত)

রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বিভিন্ন প্রশ্নের উত্তরে রাজ্যকে তীব্র ভাষায় বিঁধলেন তিনি ।

ক্রিকেটারের রহস্য মৃত্যুকে ঘিরে কলকাতার এসএসকেএম হাসপাতালে উত্তেজনা ছড়ায় ৷ তাঁর বাড়ির লোককে না জানিয়ে দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "এর আগেও আমরা দেখেছি আরজি কর-কাণ্ড নিয়ে একই ধরনের ঘটনা ঘটেছে । স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলোকে ঢাকছে । কারণ মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী । সেই কারণে বাড়ির লোককে এড়িয়ে এই ধরনের ঘটনা বারবার ঘটানো হচ্ছে । যেভাবে ময়নাতদন্ত করা হচ্ছে এটা করা যায় না ।"

Sukanta Majumdar
আসানসোলে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে বিশেষ কোনও কারণ ছাড়া রাতে ময়নাতদন্ত করা যায় না এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে তখনই তা করা যাবে । তবে এইভাবে ঢাকা দেওয়া যাবে না । এইতো ধরা পড়ল । পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস । গত দু'বছরে আমরা যারা হাসপাতালে ভর্তি হয়েছি, তারা তো ওই স্যালাইন নিয়েছি । আগামী দিনে মহিলাদের দেহে যদি কোনও বিষ প্রতিক্রিয়া হয়, তার দায় কে নেবে ? মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারবাবুকে সাসপেন্ড করে দিয়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে দিয়ে চালানোর চেষ্টা করছেন ।"

অন্যদিকে মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে বিহার যোগ মিলেছে ৷ সেই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "দেখুন বিহারের শার্প শুটার তো এখানে সবুজ সাথীর সাইকেল নিতে কিংবা স্বাস্থ্য সাথীর কার্ড নিতে আসেনি । তাদেরকে কেউ টাকা দিয়ে নিয়ে এসেছে । সেই শার্প শুটারকে টাকা দিয়ে ভাড়া করেছিল তৃণমূলেরই কোনও নেতা ৷ এটা রাজনৈতিক লড়াই নয় । আমি চাকরি সূত্রে মালদায় থেকেছি কয়েক বছর এবং আমি জানি সেখানে কে জমি বিক্রি করবে, কে ফ্ল্যাট থেকে টাকা নেবে, প্রত্যেকটি আবাসন প্রকল্পে তৃণমূল নেতাদের নামে বেনামে একটি করে ফ্ল্যাট । এই করে তৃণমূল নেতারা ওখানে খাচ্ছে । তার জন্য এই ঘটনা হয়েছে । আগামিদিনে আরও হবে ।"

সইফ আলি খানের হামলার ঘটনায় একজন গ্রেফতার হয়েছে ৷ তাঁর নাম বিজয় দাস ৷ কিন্তু আদপে দেখা যাচ্ছে, তাঁর নাম সাজ্জাদ ৷ বারবার নাম বদল । এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "এখন নাম জিহাদ চলছে তো । কিছুদিন আগে আমরা লাভ জিহাদ দেখছিলাম । এখন দেখছি নাম জিহাদ । ওপার বাংলা থেকে এসে হিন্দুর নাম নিয়ে এখানে ঢুকছে । দেখতে হবে এর মধ্যে কোনও বড় চক্র আছে কি না । আর দিদিমণি তো এখানে অনুপ্রেরণায় ভরে দিয়েছে । বাংলাদেশ থেকে এলেই বিনামূল্যে অনুপ্রেরণা ।"

আসানসোল, 20 জানুয়ারি: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকারীর বাংলাদেশি যোগ পাওয়া গিয়েছে ৷ সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷

তিনি বলেন, "বাংলাদেশ থেকে এখন তো দিদি সাপ্লাই লাইন করে দিয়েছে । এদিকে দিদির ভাই আছে কেজরিওয়াল, ওদিকে বাংলাদেশে দাদা আছে ইউনুস । ওই দিক থেকে মাল পাঠাবে ইউনুস ভাই । আর এদিক থেকে দিদি প্যাকেট করে কখনও দিল্লি কখনও চেন্নাইতে সাপ্লাই করবে । পুরো চেন সিস্টেম তৈরি হয়ে গিয়েছে । বাংলাদেশ থেকে প্রোডাক্ট আসবে । দিদি তাকে আধার কার্ড ও ভোটার কার্ড লাগিয়ে 15 হাজার টাকার বিনিময়ে সোজা সাপ্লাই করে দেবে । 'এগিয়ে বাংলা' মডেল ।"

রাজ্যকে তুলোধনা সুকান্ত মজুমদারের (ইটিভি ভারত)

রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বিভিন্ন প্রশ্নের উত্তরে রাজ্যকে তীব্র ভাষায় বিঁধলেন তিনি ।

ক্রিকেটারের রহস্য মৃত্যুকে ঘিরে কলকাতার এসএসকেএম হাসপাতালে উত্তেজনা ছড়ায় ৷ তাঁর বাড়ির লোককে না জানিয়ে দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "এর আগেও আমরা দেখেছি আরজি কর-কাণ্ড নিয়ে একই ধরনের ঘটনা ঘটেছে । স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলোকে ঢাকছে । কারণ মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী । সেই কারণে বাড়ির লোককে এড়িয়ে এই ধরনের ঘটনা বারবার ঘটানো হচ্ছে । যেভাবে ময়নাতদন্ত করা হচ্ছে এটা করা যায় না ।"

Sukanta Majumdar
আসানসোলে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে বিশেষ কোনও কারণ ছাড়া রাতে ময়নাতদন্ত করা যায় না এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে তখনই তা করা যাবে । তবে এইভাবে ঢাকা দেওয়া যাবে না । এইতো ধরা পড়ল । পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস । গত দু'বছরে আমরা যারা হাসপাতালে ভর্তি হয়েছি, তারা তো ওই স্যালাইন নিয়েছি । আগামী দিনে মহিলাদের দেহে যদি কোনও বিষ প্রতিক্রিয়া হয়, তার দায় কে নেবে ? মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারবাবুকে সাসপেন্ড করে দিয়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে দিয়ে চালানোর চেষ্টা করছেন ।"

অন্যদিকে মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে বিহার যোগ মিলেছে ৷ সেই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "দেখুন বিহারের শার্প শুটার তো এখানে সবুজ সাথীর সাইকেল নিতে কিংবা স্বাস্থ্য সাথীর কার্ড নিতে আসেনি । তাদেরকে কেউ টাকা দিয়ে নিয়ে এসেছে । সেই শার্প শুটারকে টাকা দিয়ে ভাড়া করেছিল তৃণমূলেরই কোনও নেতা ৷ এটা রাজনৈতিক লড়াই নয় । আমি চাকরি সূত্রে মালদায় থেকেছি কয়েক বছর এবং আমি জানি সেখানে কে জমি বিক্রি করবে, কে ফ্ল্যাট থেকে টাকা নেবে, প্রত্যেকটি আবাসন প্রকল্পে তৃণমূল নেতাদের নামে বেনামে একটি করে ফ্ল্যাট । এই করে তৃণমূল নেতারা ওখানে খাচ্ছে । তার জন্য এই ঘটনা হয়েছে । আগামিদিনে আরও হবে ।"

সইফ আলি খানের হামলার ঘটনায় একজন গ্রেফতার হয়েছে ৷ তাঁর নাম বিজয় দাস ৷ কিন্তু আদপে দেখা যাচ্ছে, তাঁর নাম সাজ্জাদ ৷ বারবার নাম বদল । এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "এখন নাম জিহাদ চলছে তো । কিছুদিন আগে আমরা লাভ জিহাদ দেখছিলাম । এখন দেখছি নাম জিহাদ । ওপার বাংলা থেকে এসে হিন্দুর নাম নিয়ে এখানে ঢুকছে । দেখতে হবে এর মধ্যে কোনও বড় চক্র আছে কি না । আর দিদিমণি তো এখানে অনুপ্রেরণায় ভরে দিয়েছে । বাংলাদেশ থেকে এলেই বিনামূল্যে অনুপ্রেরণা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.