পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগের তুলনায় স্থিতিশীল মুখ্যমন্ত্রী, তদন্তে গতি এনে কালীঘাটের বাড়িতে পুলিশকর্তারা - Mamata Banerjee Health News

Mamata Banerjee: আজ কেমন আছেন মুখ্যমন্ত্রী, তদন্তই বা এগোল কতদূর ? মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে পরিস্থিতি জানাচ্ছে ইটিভি ভারত ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 4:57 PM IST

Updated : Mar 15, 2024, 5:30 PM IST

আগের তুলনায় স্থিতিশীল মুখ্যমন্ত্রী

কলকাতা, 15 মার্চ:মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল ৷ তবে তাঁর গুরুতর আহত হওয়ার পিছনে 'পুশ ফ্রম বিহাইন্ড' তত্ত্ব প্রকাশ্যে আসার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ৷ রাতেই কালীঘাট থানার বাড়তি পুলিশ ফোর্স মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন ছিল । এছাড়া তাঁর দেখভালের জন্য ছিলেন একজন ডাক্তার ৷ শুক্রবার সকাল থেকেই একের পর এক পুলিশকর্তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন । কলকাতার নগরপাল বিদ্যুৎ গোয়েল থেকে শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ওয়াকার রাজা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়-সহ অনেকেই আসেন । তাৎপর্যপূর্ণভাবে দলীয় অনুশাসন মেনে এখানে দেখা যায়নি কোনও রাজনৈতিক নেতাকেও ।

প্রসঙ্গত, গতকাল 'পুশ ফ্রম বিহাইন্ড' তত্ত্ব প্রকাশ্যে আসার পর লালবাজারে তরফ থেকে 8 সদস্যের একটি তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে । মূলত এরা এই ঘটনার পিছনে আসল কী ঘটেছিল তা তদন্ত করে দেখছে । শুক্রবার পুলিশের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন বলে খবর ৷ মুখ্যমন্ত্রীর দু'জন নিরাপত্তারক্ষী, একজন পরিবারের সদস্য আর এক পরিচারিকার বয়ান নেওয়া হয়েছে । যদিও পুলিশের তরফ থেকে এই ঘটনা নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি । বারংবার তাদের জিজ্ঞাসা করা হলে তারা এটাই জানিয়েছেন, তদন্ত চলছে ৷ তদন্তের পর যা বলার বলা হবে ।

রাতে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা এবং এম আর আই-সিটি স্ক্যানের পর এই মুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছোট-বড়-মাঝারি নেতারা দলীয় কর্মসূচি সামাল দিচ্ছেন । এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ তাঁর নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন । তবে এদিন বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতে দেখা গিয়েছে অভিষেককে ।

গতকাল প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি থেকে শুরু করে জাতীয়ক্ষেত্রে একের পর এক নেতা তাঁকে দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন । এদিন দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় তাদের একে একে শুভেচ্ছাও জানিয়েছেন । এদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালেও চিকিৎসকদের একটা দল মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে গিয়েছেন । তাঁরা মনে করছেন, আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে । বিকেলে বা সন্ধ্যার পরে তাঁকে ফের একবার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে ৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে যাওয়ার পক্ষপাতী নন ৷ সেক্ষেত্রে তিনি শেষ পর্যন্ত হাসপাতালে যান কি না, সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. ভাগ্নি মমতার আহত হওয়ার খবরে চিন্তিত মামা, সুস্থতা কামনায় তারাপীঠে পুজো
  2. 'পিছন থেকে ধাক্কা নয়', বিতর্কে মন্তব্য বদলে ব্যাখ্যা এসএসকেএম অধিকর্তার
  3. পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারল কে? তদন্তে সিট গঠন লালবাজারের
Last Updated : Mar 15, 2024, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details