পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর রোষানলে মিডিয়ার একাংশ, আইনি পথে হাঁটার হুঁশিয়ারি - CM Mamata Banerjee Slams Media - CM MAMATA BANERJEE SLAMS MEDIA

CM Mamata Banerjee on Media: বৃহস্পতিবার দুপুরে বিমানে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাওয়ার আগে রাজ্যের মিডিয়াকুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ৷ প্রয়োজন হলে আইনি পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷

CM Mamata Banerjee
বিমান বন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 3:45 PM IST

Updated : Jul 11, 2024, 6:57 PM IST

কলকাতা, 11 জুলাই: "আবেদনে কাজ না হলে, আইনের পথ দেখব", কার্যত এই ভাষাতেই মিডিয়াকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি মুম্বইয়ে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের নিমন্ত্রণে গেলেন ৷ পাশাপাশি বানিজ্যনগরীতে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে, সেকথাও জানালেন ৷ এসবের মাঝে উপ-নির্বাচনের সময় সম্প্রচার নিয়ে কার্যত তুলোধনা করলেন বাংলার সংবাদমাধ্যমে একাংশকে ৷

মুম্বই যাওয়ার আগে বিমান বন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

বুধবার মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট, বাগদায় উপ-নির্বাচন ছিল ৷ এই উপনির্বাচনের আগে ও সময়ে বিভিন্ন মিডিয়ায় যে সম্প্রচার হয়েছে, তা একতরফা এবং তৃণমূলের ক্ষতির চেষ্টাতেই তা করা হয়েছে ৷ এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, "কয়েকটা টিভি চ্যানেল ভুলভাল, উলটোপালটা দেখাচ্ছে। বিজেপির কথায় প্রচার করছে ৷" এই প্রসঙ্গে তিনি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়ার প্রসঙ্গও উত্থাপন করেন ৷

মুখ্যমন্ত্রী রোষ থেকে রেহাই পেলেনমুকেশ অম্বানির মিডিয়া সংস্থা ৷ মমতা বলেন, "2021 সালের একটি ঘটনা নিয়ে আমার নির্বাচনের ক্ষতি করার জন্য গত 72 ঘণ্টা ধরে একই খবর একতরফাভাবে দেখিয়ে গিয়েছে ৷ এই টিভি চ্যানেল অবশ্য মুকেশজির চ্যানেল, আমি দুঃখিত ৷ কিন্তু আমি কোনও আপস করছি না ৷ অথচ সেই সময় অর্জুন সিং ওখানকার সাংসদ ছিলেন ৷ যাঁরা করেছিল, তারা সকলেই গ্রেফতার হয়েছেন এবং এখনও জেলে ৷"

এই একতরফা প্রচারের উদাহরণস্বরূপ তিনি বাঁকুড়ার রানিবাঁধের একটি ঘটনার কথা তোলেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আজ রানিবাঁধের একটি ঘটনা দেখানো হচ্ছে ৷ রানিবাঁধে একজনের মৃত্যু হয়েছে ৷ ওটা একটা পারিবারিক ব্যাপার ৷ ব্যক্তিগত শত্রুতা থেকে হয়েছে ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷"

মিডিয়ার একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা ছড়াচ্ছে ৷ প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে ৷ ভুল বোঝাচ্ছে ৷ এরা মোদি মিডিয়া হয়ে গিয়েছে ৷" মুখ্যমন্ত্রী নবান্নে গিয়ে তথ্য মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷

তাঁর এও অভিযোগ যে, পুলিশ যে তথ্য দিচ্ছে, তা না নিয়ে একতরফা খবর প্রচার করা হচ্ছে মিডিয়ায় ৷ মমতার কথায়, "তা না করলে বিজেপি বিভিন্ন সংবাদমাধ্যমের দফতরে আয়করকে দিয়ে তল্লাশি চালাবে। সিবিআই থেকে শুরু করে ইডিও তল্লাশি চালাবে ৷ এটা দীর্ঘদিন চলতে পারে না ৷" এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি ৷ আবেদনে কাজ না-হলে আইনের পথে যাব ৷"

এদিন দমদম বিমানবন্দরে মুম্বই রওনার আগে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "মুকেশজির তরফ থেকে বারবার আমন্ত্রণ আসছিল ৷ তাই আমি মুম্বই যাচ্ছি ৷ বিশ্ব বাংলার আমন্ত্রণে তিনি (মুকেশ অম্বানি) আসেন বাংলায় ৷ সেজন্য আমি মুম্বই যাচ্ছি ৷ আমি কাল (বৃহস্পতিবার) উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করব ৷ রাজনৈতিক কথা হবে, অনেকদিন দেখা হয়নি ৷ শরদ পাওয়ারের বাড়িতেও যাব ৷ অখিলেশ (সপা প্রধান অখিলেশ যাদব) কাল গিয়ে পৌঁছবে ৷ ওঁর সঙ্গে দেখা হলেও হতে পারে ৷ পরশুদিন কলকাতা ফিরব ৷"

Last Updated : Jul 11, 2024, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details