পশ্চিমবঙ্গ

west bengal

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 'আমাদের সেই বোনটিকে' উৎসর্গ মমতার - Mamata on TMCP Foundation Day

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 11:46 AM IST

TMCP Foundation Day: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ এদিনটি আরজি করের মৃতা চিকিৎসক-পড়ুয়াকে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

TMCP Foundation Day
ছাত্র পরিষদ প্রতিষ্ঠার দিনটি উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 28 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আর জি করে মৃতা পড়ুয়া-চিকিৎসকের উদ্দেশ্যে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সকালে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত ৷"

বিজেপির 12 ঘণ্টা বনধে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেল, রাস্তা অবরোধের খবর আসছে ৷ এর মধ্যে মেয়ো রোডে মেগা ছাত্র সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ সমাবেশের আগে এদিন সকালে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, "আরজি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি ৷"

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যুব সমাজের প্রতি তাঁর বার্তা, "ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে ৷ সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ ৷ আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন ৷ আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন ৷"

9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ৷ প্রতিদিনই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সুবিচারের দাবিতে মিছিল করছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷ এর মধ্য মঙ্গলবার নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ এই অভিযান ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস চালায়, জল কামান ছোড়ে ৷ এর বিরুদ্ধে বুধবার 12 ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি ৷ উল্লেখ্য, এই মুহূর্তে আরজি কর হাসপাতালের চিকিৎসক মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details