পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করে ফের হামলা হলে কতক্ষণে পৌঁছবে পুলিশ, প্রশ্ন সিআইএসএফ-এর - CISF Questions Police on RG Kar - CISF QUESTIONS POLICE ON RG KAR

CISF DIG Meeting with Kolkata Police: লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বুধবার বৈঠক করেন সিআইএসএফ-এর ডিআইজি কুমার প্রতাপ ৷ সেখানে কলকাতা পুলিশের কাছে একাধিক প্রশ্ন করেন ৷

Kolkata Police
লালবাজার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 4:56 PM IST

Updated : Aug 21, 2024, 5:06 PM IST

কলকাতা, 21 অগস্ট: সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ ৷ বুধবার সেই দায়িত্ব নেওয়ার পর লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের বেশ কয়েকজন অ্যাডিশনাল সিপি পদমর্যাদার আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন সিআইএসএফ-এর ডিআইজি কুমার প্রতাপ ৷

সূত্রের খবর, ওই বৈঠকে আরজি করের নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম ছিল ফের যদি আরজি করে 14 অগস্ট রাতের মতো কোনও ঘটনা ঘটে, সেক্ষেত্রে পুলিশ কতক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারবে ?

উল্লেখ্য, 14 অগস্ট রাতে মেয়েরা রাত দখলের ডাক দিয়েছিল ৷ রাজ্যের বিভিন্ন অংশে দলে দলে মহিলারা বেরিয়েছিলেন রাত দখলের মিছিলে অংশগ্রহণ করতে ৷ শ্যামবাজার থেকে আরজি কর পর্যন্ত একটি মিছিল যায় ৷ সেই মিছিল পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে একদল দুষ্কৃতী হামলা চালায় আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে ৷ রীতিমতো তাণ্ডব চালানো হয় সেখানে ৷ ওই ঘটনার সময় পুলিশ একেবারে নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ ওঠে ৷

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে ৷ তার পরই আরজি করের নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-কে দেয় শীর্ষ আদালত ৷ তার পর বুধবার হাসপাতালের দায়িত্ব নেয় সিআইএসএফ ৷ সেই কারণে এ দিন সকালেই হাসপাতালে পৌঁছে যান সিআইএসএফ-এর ডিআইজি কুমার প্রতাপ ৷

তিনি হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের জায়গাগুলি ঘুরে দেখেন ৷ তার পর চলে যান লালবাজারে ৷ সেখানে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ সূত্রের খবর, সেখানে তিনি জানতে চান, আরজি করের বাইরে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছে লালবাজার ? কারণ, হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ-এর কিন্তু এর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কলকাতা পুলিশের স্থানীয় থানার ৷

প্রসঙ্গক্রমে 14 অগস্ট রাতের তাণ্ডবের বিষয়টি বৈঠকে উঠে আসে বলে সূত্রের খবর ৷ তখনই কুমার প্রতাপ জানতে চান যে ফের তেমন পরিস্থিতি হলে কতক্ষণের মধ্যে পুলিশ হাসপাতাল চত্বরে পৌঁছাবে ? তাছাড়া তিনি আরও একাধিক প্রশ্ন কলকাতা পুলিশের কাছে করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

ওই সূত্র জানিয়েছে যে সিআইএসএফের তরফে জানতে চাওয়া হয়েছে, কোথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ব্যারাক হবে ? আরজি কর হাসপাতালের বাইরে কত সংখ্যক পুলিশ মোতায়েন থাকে ? কোনোরকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে কীভাবে পুলিশের সাহায্য পাওয়া যাবে ? আরজি কর হাসপাতালের পাশাপাশি কোথায় ও কত দূরে পুলিশের ব্যারাক আছে ?

এছাড়া আরজি কর হাসপাতালের আগের নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধেও সিআইএসএফের তরফে জানতে চাওয়া হয়েছে ৷ আরজি কর হাসপাতালে কলকাতা পুলিশের যে আউটপোস্ট রয়েছে, সেখানকার ওসি সম্পর্কেও বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে সিআইএসএফ-এর তরফে ৷

Last Updated : Aug 21, 2024, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details