পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভবানী ভবনে অনুপস্থিত ইডি'র ডেপুটি ডিরেক্টর, আইনি পরামর্শ নিচ্ছে সিআইডি - শেখ শাহজাহান

Sandeshkhali Incident: সিআইডির তলবে সাড়া দিয়ে ভবানী ভবনে এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর ৷ যার ফলে থমকে রইল আধিকারিকদের উপর হামলার তদন্তভার ৷ সূত্রের খবর, আইনি পথে হাঁটতে চলেছে সিআইডি ৷

CID
ভবানী ভবন

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 1:29 PM IST

কলকাতা, 4 মার্চ: সন্দেশখালিতে শেখ শাহজাহানের অনুগামীরা সঠিক কীভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর আক্রমণ করেছিল ৷ এই হামলার বিষয়ে ইডি আধিকারিকদের প্রকৃত অভিযোগটা কী ? তা জানার জন্য 3 মার্চ অর্থাৎ রবিবার সিআইডির সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে । ভবানী সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুত ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ কিন্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি ভবানী ভবনে আসেননি । এমতাবস্থায় আইনি পরামর্শ নিচ্ছেন সিআইডি-র গোয়েন্দারা।

ভবানী ভবন সূত্রের আর খবর, কীভাবে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পরবর্তী তদন্ত চালানো যেতে পারে সেই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে ৷ পাশাপাশি ইডির ডেপুটি ডিরেক্টরকে ফের তলব করা যায় কি না, সেই বিষয়েও ভাবনা চিন্তা করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ।

চলতি বছরের 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে সন্দেশখালিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা ৷ সেই সময় সন্দেশখালির 'বেতাজ বাদশা' বলে পরিচিত শেখ শাহজাহানের নির্দেশে ইডি আধিকারিকরদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নথিভুক্ত করার জন্যই রবিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টরকে তলব করা হয়েছিল ভবানী ভবনে । কিন্তু তিনি অনুপস্থিত থাকার ফলে এই তদন্ত প্রক্রিয়া থমকে গিয়েছে বলে সিআইডির দাবি ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমাদের তরফ থেকে যাবতীয় কাজকর্ম ইতিমধ্যেই চলছে ৷ কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টরের বক্তব্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে । তাই জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল ৷ তবে তিনি অনুপস্থিত থাকায় এই তদন্ত প্রক্রিয়া একেবারে থমকে রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details