রায়গঞ্জ, 1 জুলাই: পরকীয়ার অভিযোগে সালিশি সভার নামে যুবক-যুবতীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় শিরোনামে উত্তর দিনাজপুরের চোপড়া ৷ এহেন বর্বরতার ঘটনায় অভিযুক্ত তাজেমুল হক ওরফে জেসিবি শাসকদলের বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে দাবি উঠেছে বিভিন্ন মহলে ৷ ঘটনায় রবিবারই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে ৷ আর সোমবার আদালতে তোলা হলে বিধায়ক-ঘনিষ্ঠ জেসিবি'কে সোমবার 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ আর এরপরই শো-কজ করা হল চোপড়া থানার আইসি অমরেশ সিংহ'কে ৷
রবিবার সোশাল মিডিয়ায় যুগলকে মারধরের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তায় ফেলে বাঁশ জাতীয় কিছু দিয়ে ক্রমাগত প্রহার করে যাচ্ছেন এক যুগলকে ৷ প্রচুর মানুষ ঘিরে ধরে সেই ঘটনার সাক্ষী হলেও প্রতিবাদ করতে উদ্যত হননি কেউই ৷ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই যদিও তাজেমুলকে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও ততক্ষণে ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়েছে দেশজুড়ে ৷ যদিও ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিরোধীরা ৷ এরইমধ্যে আইসি অমরেশ সিংহ'কে শো-কজ করা হল প্রশাসনের তরফে ৷