কলকাতা, 29 সেপ্টেম্বর:উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ ধস নেমেছে বিভিন্ন জায়গায় ৷ সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবারও তিনি উত্তরবঙ্গে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন ৷ মমতা বলেন, "কেন্দ্রের তরফে রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নেওয়া হয়নি ৷ একমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত ৷"
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "দক্ষিণবঙ্গের সাত জেলা, যেখানে বন্যা হয়েছে, আমি ঘুরে দেখেছি । উত্তরবঙ্গেও বন্যা হয়েছে । পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছি ৷ ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গ যেমন ভেসেছে, তেমন উত্তরবঙ্গে কোশী নদীর জল ছেড়ে দিয়েছে নেপাল ৷ 5 লক্ষ কিউসেক টন জল ছাড়া হয়েছে ৷ সেই জল বিহার হয়ে বাংলায় আসছে । এর ফলে সংকোশ নদীর জলে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আক্রান্ত ৷ অন্যদিকে নেপাল জল ছাড়ার ফলে মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে এর প্রভাব পড়বে ৷ বিহারও ভাসবে ৷ বাংলাও ভাসবে ৷ রাত থেকে পুলিশ মাইকিং করা শুরু করেছে ৷ সকলকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷"