পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'রাজা চলে বাজার... ভকে হাজার', কাদের এ কথা বললেন মুখ্যমন্ত্রী - Mamata Banerjee - MAMATA BANERJEE

মুখ্যমন্ত্রীর মুখে আবারও শোনা গেল এই উক্তি ৷ অনেকেরই অনুমান, নাম না করে পুলিশকর্তাদের সরিয়ে দেওয়ার দাবির বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 9:00 PM IST

কলকাতা, 6 অক্টোবর:আলিপুর বডিগার্ড লাইনসে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশের মনোবল বাড়াতে 'ভোকাল টনিক' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু প্রশস্তি নয়, রাজ্যের পুলিশ বাহিনীর জন্য মমতার দাওয়াই,"মানবিক হতে হবে । একইসঙ্গে হতে হবে রাফ অ্যান্ড টাফ । কে কী বলছে তাতে কেয়ার করার দরকার নেই । রাজা চলে বাজার...ভকে হাজার ।"

আরজি করের ঘটনা পরবর্তী সময়ে বারংবার সমালোচনার মুখে পড়েছে পুলিশ ৷ ইতিমধ্যেই ওই ঘটনায় টালা থানার তৎকালীন ওসিকে গ্রেফতার করেছে সিবিআই ।

পুজোয় সময় পুলিশের মনোবল বাড়ালেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে সরব হয়েছিল। এরপরেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ অথচ তারপরেও বিনীত গোয়েলকে নিয়ে ক্ষোভ যেন কিছুতেই প্রশমিত হচ্ছে না । আর এই ঘটনায় যখন পুলিশের মনোবল প্রভাবিত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ, ঠিক তখনই রবিবার আলিপুর বডিগার্ড লাইনসে গিয়ে পুলিশের মনোবল বাড়ালেন মুখ্যমন্ত্রী ।

এ দিন পুলিশের ভূমিকার প্রশংসা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন,"সামান্য কিছু ঘটলেই পুলিশকে কাঠগড়ায় তোলা হয় । কিন্তু তারা যা কাজ করে তা দেখা হয় না। প্রখর রোদে তাদের দাঁড়িয়ে থাকতে হয় । বৃষ্টিতে ভিজে ডিউটি করতে হয় । ঝড়-জল-বন্যা বা যে কোনও প্রাকৃতিক বিপর্যয়-সব ক্ষেত্রেই পুলিশ বাহিনী মানুষের জন্য কাজ করে । এমনকী উৎসবের সময় তাঁরা পরিবারকে সময় পর্যন্ত দিতে পারে না । এরপরেও সামান্য ভুল-ত্রুটি হলেই তাঁদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ।"

আলিপুর বডিগার্ড লাইনসে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

এ দিন সমালোচকদের কড়া জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,"যে কাজ করে তাকে গালাগালি খেতেই হবে । এটাই কলিকালের নিয়ম। যে কাজ করবে না তাকে কে গালাগাল দেবে " ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর বার্তা, পুলিশবাহিনীকে আরও শক্ত হতে হবে ৷ মাথা ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে । পুলিশকে মমতার পরামর্শ, "আপনারা উপরে থাকবেন কুল, ভেতরে থাকবেন বোল্ড । বি রাফ অ্যান্ড টাফ । সাম টাইম বি সফট। আপনাদের কাজের ধারা হল, মানবিকতা। মানবিক দিকটা দেখবেন, তবে যারা শয়তান সেটা আমিই তাদের কোনও রকম ক্ষমা করবেন না । কঠোর ব্যবস্থা নিন । সরকার আপনাদের পিছনে রয়েছে ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন,"পুলিশ ফুলিশ(বোকা) নয় । আপনারা যে যা ইচ্ছা বলতে পারেন । এরপরেও আপনার বাড়ির সামনে কোনও অপরাধ হলে সেই পুলিশকেই আপনাকে ডাকতে হয় ।"

এ দিন নাম না করে পুলিশকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি'র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "সবাইকে সরিয়ে দিতে হবে । অন্যায়টা জানলো না অপরাধ হয়ে গেল । কেউ যদি অন্যায় করে তার শাস্তি হওয়া দরকার । কিন্তু কাউকে যদি বিনা অপরাধে অপরাধী বানিয়ে দেওয়া হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের শাস্তি হবে তো ! আমি সেদিনের জন্য অপেক্ষা করব ।"

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সাম্প্রতিক সময়ে আরজি কর আবহে বিভিন্ন পুলিশ কর্তাদের নাম জড়িয়ে তাঁদের পদ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে ৷ মনে করা হচ্ছে, এর বিরুদ্ধেই এই বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সোজাসুজি কারোর নাম না করলেও এভাবেই তিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরোধিতা করলেন বলে মনে করছে কেউ কেউ ।

ABOUT THE AUTHOR

...view details