কলকাতা, 12 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেদার কমপ্লেক্সে এটি নতুন লেদার গুডস পার্ক তৈরির জন্য দফতরের আধিকারিকদের বানতলায় 40 একর জমি চিহ্নিত করার নির্দেশ দিলেন ৷ লেদার কমপ্লেক্সে ঢাকা ব্যবসায়ীদের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই জমির জন্য আবেদন জানানো হয়েছিল ৷ বুধবার মুখ্যমন্ত্রী এই জমি নির্ধারণের নির্দেশ দিয়েছেন।
এদিন নবান্ন সভাঘরে শিল্প মহলকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই দফতরের আধিকারিকদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এক প্রবীণ আমলা জানিয়েছেন, বর্তমানে বানতলায় যে লেদার কমপ্লেক্স রয়েছে, সেখানে নতুন করে পার্ক নির্মাণের জন্য কোন জায়গা নেই ৷ মূলত সে কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ দিয়েছেন ৷ রাজ্য সরকার মনে করছে, এই লেদার গুডস পার্ক তৈরি হলে আগামিদিনে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এদিন এই বৈঠক থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরকে সন্তোষপুরে একটি বস্ত্র পার্ক তৈরি করার জন্য জমি চিহ্নিত করার কথাও বলেছেন ৷ মেটিয়াবুরুজের নিকটস্থ সন্তোষপুর বরাবরই বস্ত্র ব্যবসায়ীদের জন্য জনপ্রিয়। সেখানে এখন যে গার্মেন্টস পার্কটি রয়েছে, সেটি ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে ৷ সেই কারণেই নতুন করে জায়গা দেখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিনের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরকে স্টার্ট-আপ পলিসি শীঘ্রই চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, আগের শিল্প বৈঠকেই এই নবান্ন সভাঘর থেকেই রাজ্যে প্রথমবার শপিং ফেস্টিভ্যাল হওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমত এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 20 থেকে 24 সেপ্টেম্বর বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের শপিং ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। কনফিডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার এই শপিং ফেস্টিভাল আয়োজন করছে ৷ দুর্গাপুজোর আগে এই ফেস্টিভ্যাল সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে মনে করছে রাজ্য সরকার। তবে শুধু রাজ্যস্তরে নয়, একই ধরনের শপিং ফেস্টিভ্যাল জেলাস্তরেও অনুষ্ঠিত হবে ৷ সেখানে এই শপিং ফেস্টিভ্যাল হবে 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর।