দুর্গাপুর, 29 সেপ্টেম্বর: রোগী মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যের এক বেসরকারি হাসপাতালে একই ঘটনা ঘটল ৷ ঘটনাস্থল দুর্গাপুরের শোভাপুর বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ রোগীর পরিবারের অভিযোগ, প্রসবের সময় প্রসূতির মূত্রথলি কেটে দিয়েছেন চিকিৎসক ৷ আর তার জেরেই মৃত্যু হয়েছে মহিলার ৷ হাসপাতালে প্রবেশের মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা ৷ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ এবং কমব্যাট ফোর্স ৷
গত 20 সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয় বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা 28 বছর বয়সি ইসরাত জাহানকে ৷ 21 তারিখ তাঁর অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, তখনই ভুল অস্ত্রোপচার করে মহিলার মূত্রথলি কেটে দেন চিকিৎসকরা। সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ইসরাতের। হাসপাতালের তরফে বলা হয় তাঁর কিডনির সমস্যা দেখা দিয়েছে । সুগার ও প্রেসার বেড়ে গিয়েছে। এরইমধ্যে শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ইসরাতের মৃত্যু হয়েছে ।
বিক্ষোভে মৃতার পরিবার (ইটিভি ভারত) ভুল চিকিৎসায় কেন ইসরাতের মৃত্যু হল ? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা ৷ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চান তাঁরা ৷ ইসরাতের আরও দুই সন্তান রয়েছে ৷ তাদের আর্থিক সাহায্য দেওয়ার দাবি ওঠে ৷ ঘটনার বিহিত না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা ৷
মৃতার দাদা ফিরোজ আলির অভিযোগ, "জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানো হয়েছে। ভুল অস্ত্রোপচার করে বোনকে মেরেই ফেললো ওরা। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দোষ ঢাকতে এখন বলছে কিডনি ফেল হয়েছে সুগার প্রেসার বেড়ে গিয়েছে ৷ আরও নানান শারীরিক সমস্যার জন্য বোনের মৃত্যু হয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওরা ।"
তিনি আরও বলেন, "পায়ে হেঁটে ভর্তি হয়েছিল বোন। ভুল চিকিৎসা করে মেরে ফেলল। আমরা এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চাইছি। চিকিৎসকদের শাস্তি চাইছি। বোনের দুই সন্তানকে আর্থিক সাহায্য দিতে হবে ৷ যতক্ষণ না এর সুরাহা হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।" হাসপাতালের সিইও সুপর্ণা সেনগুপ্ত বলেন, "আগের থেকেই একাধিক সমস্যা ছিল রোগীর ৷ সেই জন্য অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর । সেই কারণেই মৃত্যু ।"