শিলিগুড়ি, 23 ডিসেম্বর: বাংলাদেশ লাগোয়া ভারতের রাজ্যগুলিকে সাময়িক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ তবে, তা দীর্ঘস্থায়ী হবে না ৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ আর এ প্রসঙ্গে ভারতকে বাঘ, আর বাংলাদেশকে কুকুরের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করলেন তিনি ৷
বাংলাদেশে চলা কট্টরপন্থীদের ভারত বিদ্বেষী মন্তব্য এবং বর্তমান সরকারের উপদেষ্টা কমিটির আচরণ শিশুসুলভ বলেও কটাক্ষ করেছেন মোদি সরকারের এই মন্ত্রী ৷ সোমবার শিলিগুড়িতে বিএসএফের একটি অনুষ্ঠান শেষে তিনি বলেন, "বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা কমিটিতে যাঁরা আছেন, তাঁদের আচরণ শিশুসুলভ ৷ তাঁরা মাঝেমাঝে যেসব দাবি করছেন, তা কোনও মতেই সম্ভব নয় ৷ ভারত হল বাঘের মতো ৷ আর বাংলাদেশ কুকুর ৷ কুকুর কোনোদিন বাঘের সঙ্গে লড়াই করে জিততে পারে না ৷"
শিলিগুড়িতে বিএসএফের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ (ইটিভি ভারত) তবে, তিনি স্বীকার করে নিয়েছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সমস্যা অবশ্যই হচ্ছে ৷ সুকান্ত বলেন, "বাংলাদেশ সীমান্ত লাগোয়া যেসব রাজ্য রয়েছে, সেখানে একটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে, অনুপ্রবেশ চলছে ৷ রাজ্যের জমি অধিগ্রহণ সমস্যার কারণে কিছু-কিছু জায়গায় সীমান্তে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যে কারণে দেশের ভৌগোলিক পরিস্থিতিও বদল হচ্ছে ৷"
তবে, ভারত সরকার এবং তার বাহিনী এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সিদ্ধহস্ত বলেও আশ্বস্ত করেছেন সুকান্ত ৷ তিনি বলেন, "কিন্তু, আমাদের সরকার ও সেনাবাহিনী সক্ষম এই ধরনের সমস্যার মোকাবিলা করতে ৷ চিকেনস নেকের (শিলিগুড়ি) সুরক্ষায় অনেক সেনা মোতায়েন করা হয়েছে ৷ হাসিমারায় অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল রয়েছে ৷ ফলে এসব এত সহজ হবে না ৷"
শিলিগুড়িতে বিএসএফের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ (নিজস্ব ছবি) তবে, পশ্চিমবঙ্গ থেকে গত কয়েকদিনে জঙ্গি গ্রেফতারের ঘটনায় শাসকদল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী ও তাঁর দল জঙ্গিদের বিচরণস্থল বা অভয়ারণ্যে পরিণত করেছে ৷ জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে, খাচ্ছে, ঘুরছে ৷ আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে গলা মিলিয়ে জয় বাংলা বলছে ৷ আর ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে ৷ আজকে কাশ্মীর আর দক্ষিণ ভারতের জঙ্গি ধরা পড়ছে ৷ এই না-হলে এগিয়ে বাংলার মডেল ৷ এসব তো হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই ৷"
বাংলাদেশি জঙ্গিদের অতি সহজে ভারতীয় পরিচয়পত্র তৈরি করা নিয়েও তৃণমূলকে নিশানা করেন সুকান্ত মজুমদার ৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্যের শাসকদলের মদতেই সীমান্ত পেরিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করছে ৷ আর তৃণমূলের নেতারাই সেই জঙ্গিদের সাহায্য করছে নকল পরিচয়পত্র বানাতে ৷