হায়দরাবাদ, 11 জানুয়ারি: প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনাজয়ের পথে কাঁটা হয়েছিলেন আরশাদ নাদিম ৷ টোকিয়োর সোনাজয়ীকে পিছনে ফেলে 2024 অলিম্পিক্সে সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার ৷ কিন্তু সেই কৃতিত্ব তাঁকে 2024 সালের বিশ্বসেরার খেতাব এনে দিতে ব্যর্থ ৷ বরং প্যারিসে রুপো জিতে গতবছরের বিশ্বসেরা জ্যাভলিন থ্রোয়ারের তকমা পেলেন নীরজ চোপড়াই ৷
ভারতের সোনার ছেলের মুকুটে জুড়ল নয়া পালক ৷ জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন 'ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজে'র তরফে সম্প্রতি বেছে নেওয়া হয়েছে চব্বিশের বিশ্বসেরা জ্যাভলিন থ্রোয়ারকে ৷ সেখানে বন্ধু নাদিমকে পিছনে ফেলেছেন নীরজ ৷
কুঁচকির চোটে গতবছর প্রায় পুরো সময়টাই সেরা পারফরম্যান্স থেকে অনেকটা দূরে ছিলেন নীরজ ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থে'ও সোনা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি ৷ তবু তাঁকে শীর্ষেই রাখল এই জনপ্রিয় ম্যাগাজিন ৷ মনে করা হচ্ছে মেজর ইভেন্টগুলোতে ভারতীয় জ্য়াভলিন থ্রোয়ার ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই সব বিবেচনা করে তাঁকে বিশ্বসেরার তকমা দেওয়া হয়েছে ৷
'ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজে'র বেছে নেওয়া চব্বিশের বিশ্বসেরাদের তালিকায় পঞ্চমস্থানে জায়গা পেয়েছেন পাক জ্য়াভলিন থ্রোয়ার আরশাদ নাদিম ৷ দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স জায়গা করে নিয়েছেন দ্বিতীয়স্থানে ৷ তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছেন যথাক্রমে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ এবং জার্মানিক জুলিয়ান ওয়েবার ৷
🚨 Olympian Neeraj Chopra Named As Best Male Javelin Thrower Of 2024 By Globally Renowned US Track And Field Magazine.
— The Khel India (@TheKhelIndia) January 10, 2025
- Neeraj was ranked No.1 in Year 2024 🙌 pic.twitter.com/hLCodbnmkB
অলিম্পিক্স রেকর্ড গড়ে প্য়ারিসে সোনাজয়ের পথে 92.97 মিটার বর্শা ছুড়েছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার নাদিম ৷ কিন্তু অলিম্পিক্স ছাড়া সারাবছরে একটি মাত্র মিটে অংশ নিয়েছিলেন তিনি ৷ সেখানেও নাদিম শেষ করেছিলেন চতুর্থস্থানে ৷ অন্যদিকে দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে মরশুম শুরু করা 27 বছরের নীরজ ফিনল্য়ান্ডে অনুষ্ঠিত পাভো নুরমি গেমস পোডিয়াম শীর্ষে শেষ করেছিলেন ৷ বছর শেষে লুসানে ডায়মন্ড লিগেও রুপো জেতেন তিনি ৷ সবমিলিয়ে ধারাবাহিক ভালো পারফরম্য়ান্সে বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী নীরজ ৷