ETV Bharat / entertainment

চলতি বছরই বিয়ের পিঁড়িতে 'বাহুবলি' প্রভাস ? পাত্রীর খোঁজ দিলেন রামচরণ - PRABHAS TO GET MARRIED

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'বাহুবলি' তারকা প্রভাস ? সম্প্রতি রামচরণ এক সাক্ষাৎকারে অভিনেতার বিয়ে নিয়ে মুখ খুলেছেন ৷

Prabhas - Ram Charan
চলতি বছরই বিয়ে করছেন প্রভাস ? (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 11, 2025, 4:13 PM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি: ব্যক্তিগত জীবনে অবশেষে কি দেবসেনাকে পেতে চলেছেন বাহুবলি প্রভাস ? সম্প্রতি সালার তারকার বিয়ের খবর নিয়ে উঠেছে গুঞ্জন ৷ আর তাতে ঘি ঢেলেছে কাছের বন্ধু রাম চরণের মন্তব্য ৷ আসলে ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন বাহুবলি অভিনেতা প্রভাস ৷ তাঁকে প্রকাশ্যে প্রেম-ভালোবাসা, বিয়ে বা পরিবার নিয়ে খুব কম কথা বলতে দেখা যায় ৷ ফলে অনুরাগীরা কৌতুহলী হয়ে থাকেন প্রভাসের খবর জানার জন্য ৷

সম্প্রতি রামচরণ এক সাক্ষাৎকারে প্রভাসের বিয়ের খবরের জল্পনা উস্কে দিয়েছেন ৷ মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত গেমচেঞ্জার ৷ ছবির প্রোমোশনে 'আনস্টপেবল উইথ এনবিকে' (সিজন 4)-এর টক শোয়ে উপস্থিত হন রামচরণ ৷ সেখানেই কথা প্রসঙ্গে বন্ধু রাম ইঙ্গিত দিয়েছেন চলতি বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন প্রভাস ৷ এমনকী, মেয়ে কোথাকার সাক্ষাৎকারে তারও উত্তর দিয়েছেন রাম ৷ তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের গানাপাভারমের এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছেন প্রভাস ৷

এমন খবর সামনে আসার পর উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ ফলে রামচরণের পুরো সাক্ষাৎকার দেখার জন্য এখন অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীরা ৷ 14 জানুয়ারি আহার সাইটে এই সাক্ষাৎকার দেখানো হবে ৷ 'বাহুবলি' ছবির সাফল্যের পর দীর্ঘ সময় ধরে সহ-অভিনেত্রী অনুষ্কা শেঠ্ঠীর সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় প্রভাসের ৷ তাঁদের অনস্ক্রিন কেমেষ্ট্রি ও অফ স্ক্রিন বন্ধুত্ব দেখে অনুরাগীরাও আশায় বুক বাঁধছিলেন ৷ তবে সেই জল্পনা নিয়ে তারকাদের কেউ কখনও মুখ খোলেননি ৷

অন্যদিকে, প্রভাসের বিয়ের জল্পনা আরও একটু বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ বিনোদন জগতের ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালন ৷ তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে লেখেন, "প্রভাস" ৷ তারপর বিয়ে বাড়ির ইমোজি ও সাদা বিয়ের পোশাক পরা মেয়ের ইমোজি শেয়ার করেন ৷ ক্রিপ্টিক এই পোস্ট দেখে নিশ্চিত করে কিছু বলা না গেলেও অনুরাগীদের মনে হচ্ছে, খুশির খবর খুব শীঘ্রই আসছে ৷

এর আগে 'কল্কি 2898 এডি' ছবির প্রমোশনের সময় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে অভিনেতা বলেন, "আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না ৷ কারণ আমি আমার অসংখ্য মহিলা অনুরাগীদের দুঃখ দিতে চাই না ৷" তবে সত্যি সত্যি প্রভাসের জীবনে তাঁর সঙ্গী কবে আসে, সেই আশায় দিন গুনছেন ভক্তরাও ৷

হায়দরাবাদ, 11 জানুয়ারি: ব্যক্তিগত জীবনে অবশেষে কি দেবসেনাকে পেতে চলেছেন বাহুবলি প্রভাস ? সম্প্রতি সালার তারকার বিয়ের খবর নিয়ে উঠেছে গুঞ্জন ৷ আর তাতে ঘি ঢেলেছে কাছের বন্ধু রাম চরণের মন্তব্য ৷ আসলে ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন বাহুবলি অভিনেতা প্রভাস ৷ তাঁকে প্রকাশ্যে প্রেম-ভালোবাসা, বিয়ে বা পরিবার নিয়ে খুব কম কথা বলতে দেখা যায় ৷ ফলে অনুরাগীরা কৌতুহলী হয়ে থাকেন প্রভাসের খবর জানার জন্য ৷

সম্প্রতি রামচরণ এক সাক্ষাৎকারে প্রভাসের বিয়ের খবরের জল্পনা উস্কে দিয়েছেন ৷ মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত গেমচেঞ্জার ৷ ছবির প্রোমোশনে 'আনস্টপেবল উইথ এনবিকে' (সিজন 4)-এর টক শোয়ে উপস্থিত হন রামচরণ ৷ সেখানেই কথা প্রসঙ্গে বন্ধু রাম ইঙ্গিত দিয়েছেন চলতি বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন প্রভাস ৷ এমনকী, মেয়ে কোথাকার সাক্ষাৎকারে তারও উত্তর দিয়েছেন রাম ৷ তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের গানাপাভারমের এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছেন প্রভাস ৷

এমন খবর সামনে আসার পর উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ ফলে রামচরণের পুরো সাক্ষাৎকার দেখার জন্য এখন অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীরা ৷ 14 জানুয়ারি আহার সাইটে এই সাক্ষাৎকার দেখানো হবে ৷ 'বাহুবলি' ছবির সাফল্যের পর দীর্ঘ সময় ধরে সহ-অভিনেত্রী অনুষ্কা শেঠ্ঠীর সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় প্রভাসের ৷ তাঁদের অনস্ক্রিন কেমেষ্ট্রি ও অফ স্ক্রিন বন্ধুত্ব দেখে অনুরাগীরাও আশায় বুক বাঁধছিলেন ৷ তবে সেই জল্পনা নিয়ে তারকাদের কেউ কখনও মুখ খোলেননি ৷

অন্যদিকে, প্রভাসের বিয়ের জল্পনা আরও একটু বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ বিনোদন জগতের ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালন ৷ তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে লেখেন, "প্রভাস" ৷ তারপর বিয়ে বাড়ির ইমোজি ও সাদা বিয়ের পোশাক পরা মেয়ের ইমোজি শেয়ার করেন ৷ ক্রিপ্টিক এই পোস্ট দেখে নিশ্চিত করে কিছু বলা না গেলেও অনুরাগীদের মনে হচ্ছে, খুশির খবর খুব শীঘ্রই আসছে ৷

এর আগে 'কল্কি 2898 এডি' ছবির প্রমোশনের সময় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে অভিনেতা বলেন, "আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না ৷ কারণ আমি আমার অসংখ্য মহিলা অনুরাগীদের দুঃখ দিতে চাই না ৷" তবে সত্যি সত্যি প্রভাসের জীবনে তাঁর সঙ্গী কবে আসে, সেই আশায় দিন গুনছেন ভক্তরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.