দার্জিলিং, 11 জানুয়ারি: বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা 30 মাস ৷ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শুরু হয়েছে ৷ শনিবার নতুন টার্মিনাল বিল্ডিংয়ের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তিনি জানান, 2027 সালের মার্চ মাসে নতুন টার্মিনাল বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে ৷
এদিন বাগডোগরা বিমানবন্দরের আধিকারিক ও নতুন টার্মিনালের কাজে নিযুক্ত এজেন্সির সঙ্গে বৈঠকও করেন রাজু ৷ বৈঠকের পর বিমানবন্দরের কাজকর্ম কেমন চলছে, তা পরিদর্শন করেন ৷
কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের মতো করে এই নতুন টার্মিনাল বিল্ডিংকে সাজিয়ে তোলা হবে ৷ সাংসদ বলেন, "ইতিমধ্যে নতুন টার্মিনাল ভবন ও মাল্টি লেভেল গাড়ি পার্কিং কাজ শুরু হয়েছে ৷ অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা কাজ করছেন ৷ 10 শতাংশ কাজ হয়েছে । 2027 সালের মার্চ মাসে নতুন টার্মিনাল বিল্ডিংয়ের কাজ শেষ করে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ৷ এর জেরে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মানুষরা উপকৃত হবেন ৷ 1 হাজার 528 কোটি টাকা অর্থানুকূল্যে নতুন টার্মিনালে কাজ গত অগস্ট মাস থেকে শুরু হয়েছে ৷"
নতুন টার্মিনাল বিল্ডিংটির আয়তন এক লক্ষ বর্গমিটার ৷ এর মধ্যে 70 হাজার বর্গমিটারের কাজ প্রথম দফায় শেষ হবে ৷ ফলে টার্মিনালে প্রতি ঘণ্টায় অন্ততপক্ষে 3 হাজার 800 যাত্রীর ধারণের স্থান থাকবে ৷ শুধু তাই নয়, নতুন টার্মিনাল বিল্ডিংটিতে মাল্টিলেভেল কার পার্কিং, 10টি এয়ারোব্রিজ থাকবে ৷ এর মধ্যে ছ'টা এয়ারোব্রিজের কাজ প্রথম ধাপেই শেষ হবে ৷ বিল্ডিংয়ের এপ্রোন এ-321, বি-737-এর মতো 16টি ছোট বিমান রাখার ব্যবস্থা থাকবে ৷
আগামী আড়াই বছরের মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৷ গোটা প্রকল্পের জন্য প্রায় 3 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে সেবক থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত 14 কিলোমিটার এলিভেটেড করিডর তৈরির জন্য 1 হাজার 400 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক ৷ এর ফলে বালাসন থেকে সেবক বাজার পর্যন্ত সরাসরি ফোর লেন তৈরি হবে, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা হবে ৷