কলকাতা, 26 এপ্রিল: শেখ শাহজাহানের ডেরা থেকে বিপুল অস্ত্রের হদিশ পেল সিবিআই ৷ শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তল্লাশির সময় বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানাল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এদিন তল্লাশির পর তিনটি বিদেশি রিভলবার, একটি দেশীয় রিভলভার, একটি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, 120টি নাইন এমএম বুলেট, 0.45 ক্যালিবার কার্তুজ, নাইন এমএম ক্যালিবার কার্তুজ, 0.380 কার্তুজ, 0.32 কার্তুজ মিলেছে ৷ প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান সম্পর্কিত একাধিক অপরাধমূলক নথিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। দেশী বোমা মিলেছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ৷ পাশাপাশি, তল্লাশিতে এমন কিছু জিনিস উদ্ধার করা হয়েছে যা এনএসজির হেফাজতে রয়েছে বলেও জানিয়েছে সিবিআই ৷
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অপারেশন শেষে সিবিআইয়ের তরফে জানানো হল, সরবেড়িয়া থেকে কী ধরনের আগ্নেয়াস্ত্র এবং কী কী জিনিস উদ্ধার হয়েছে। সিবিআই জানিয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশের ব্যবহারিত একটি আগ্নেয় অস্ত্র । পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র-সহ শাহজাহানের ছবি সমেত বেশ কয়েকটি পরিচয় পত্রও উদ্ধার হয়েছে ৷ সিবিআই জানিয়েছে, 50টি কার্তুজ উদ্ধার হয়েছে। এর পাশাপাশি বোমা তৈরির মসলা এবং সরঞ্জামও মিলেছে ৷