কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালি যাচ্ছে সিবিআই কলকাতা, 16 মার্চ:শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখকে জিজ্ঞাসাবাদ করে সন্দেশখালিকাণ্ডে একাধিক সন্দেহভাজনের নাম হাতে পেল সিবিআই ৷ কিন্তু বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন, তা জানেন না কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কিন্তু তাঁদের প্রত্যেকের বাড়ি সন্দেশখালি এলাকায় বলে জানা গিয়েছে। তাই আলমগীর শেখের কাছ থেকে এই তথ্য জানার পরেই সিবিআই আধিকারিকরা এ দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালি উদ্দেশে রওনা দিয়েছেন ।
গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডির দল ৷ সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর আক্রমণ চালায় স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ ৷ এই হামলার ঘটনায় ইডি আধিকারিক আহত হন ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷
ইডির অভিযোগ, প্রায় 100 থেকে দেড়শো জন লোক সেদিন আধিকারিকদের ঘিরে ফেলে তাঁদের ওপর চরাও হয় । এমনকী তাঁদেরকে মারধর করা হয় ৷ পাশাপাশি তদন্তকারী আধিকারিকদের একাধিক সরকারি কাগজপত্র এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা বলেও অভিযোগ । এই ঘটনার 56 জিন পরে 'মাস্টার মাইন্ড' শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ পরে একাধিক আইনি জটিলতা পেরিয়ে অবশেষে এই ঘটনায় সিবিআই আধিকারিকরা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছ থেকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় ।
তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, এই ঘটনায় তাঁর ভাইও জড়িত ৷ ঘটনার দিন সিরাজউদ্দিন ও আলমগীর সেখানে উপস্থিত ছিলেন । সেই তথ্যের ভিত্তিতে 14 মার্চ আলমগীর-সহ 7 জনকে তলব করেছিল সিবিআই। কিন্তু সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সেদিন আলমগীর হাজিরা দিতে আসেননি । এরপর আজ নিজাম প্যালেসে আলমগীর-সহ 15 জন নিজাম প্যালেসে আসেন। বেলা বারোটা থেকে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন:
- সন্দেশখালি-কাণ্ডে নিজাম প্যালেসে শাহজাহানের ভাই আলমগীর
- হামলার দিনে ছিলেন শাহজাহানের বাড়িতে, 8 সাগরেদকে নোটিশ সিবিআইয়ের
- শাহাজাহানের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারা যুক্ত করল সিবিআই