রামপুরহাট, 27 জানুয়ারি: বগটুই হত্যাকাণ্ডে তিনজনের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই ৷ শনিবার সন্ধ্যায় গ্রামের একটি বিদ্যুতের খুঁটিতে আদালতের নোটিশ সাঁটিয়ে দেওয়া হয় ৷ এই খুঁটির কাছেই বগটুই কাণ্ডে স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখের বাড়ি ৷ হুলিয়া জারি করা হয়েছে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রয়াত লালন শেখের ছেলে-সহ তিনজনের বিরুদ্ধে ৷ সিবিআই হেফাজতে থাকাকালীনই লালন শেখের মৃত্যু হয় ৷
বগটুই হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই ৷ ওই মামলায় এখনও পর্যন্ত অধরা তিন অভিযুক্ত ৷ তাদের মধ্যে রয়েছে মৃত লালন শেখের ছেলে রোহন শেখ ৷ এছাড়া মারফৎ শেখ ওরফে মারফৎ হোসেন এবং খুসিল শেখের নামেও হুলিয়া জারি করা হয়েছে ৷ শনিবার সন্ধ্যায় বগটুই গ্রামে গিয়ে বিদ্যুতের খুঁটিতে নোটইস ঝুলিয়ে দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা ৷ প্রত্যেকের বিরুদ্ধে খুন এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে ৷ অভিযুক্তদের 30 জানুয়ারির মধ্যে রামপুরহাট মহকুমা অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখ বলেন, "সিবিআই নোটিশ ঝুলিয়ে দিয়ে গিয়েছে ৷ আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ৷" তবে এনিয়ে কিছু বলতে চাননি লালনের স্ত্রী রেশমি বিবি ৷