পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বগটুই হত্যাকাণ্ডে লালন শেখের ছেলে-সহ 3 জনের বিরুদ্ধে হুলিয়া, নোটিশ দিল সিবিআই

Bogtui Massacre Case: 2022 সালের মার্চ মাসে রামপুরহাটের বগটুইয়ে একের পর এক ঘর জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ এই মামলায় তদন্ত করছে সিবিআই ৷ এবার 3 অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ETV Bharat
রামপুরহাটের বগটুইয়ে গণহত্যাকাণ্ড

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 7:48 AM IST

রামপুরহাটের বগটুইয়ে গণহত্যাকাণ্ডে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই

রামপুরহাট, 27 জানুয়ারি: বগটুই হত্যাকাণ্ডে তিনজনের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই ৷ শনিবার সন্ধ্যায় গ্রামের একটি বিদ্যুতের খুঁটিতে আদালতের নোটিশ সাঁটিয়ে দেওয়া হয় ৷ এই খুঁটির কাছেই বগটুই কাণ্ডে স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখের বাড়ি ৷ হুলিয়া জারি করা হয়েছে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রয়াত লালন শেখের ছেলে-সহ তিনজনের বিরুদ্ধে ৷ সিবিআই হেফাজতে থাকাকালীনই লালন শেখের মৃত্যু হয় ৷

বগটুই হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই ৷ ওই মামলায় এখনও পর্যন্ত অধরা তিন অভিযুক্ত ৷ তাদের মধ্যে রয়েছে মৃত লালন শেখের ছেলে রোহন শেখ ৷ এছাড়া মারফৎ শেখ ওরফে মারফৎ হোসেন এবং খুসিল শেখের নামেও হুলিয়া জারি করা হয়েছে ৷ শনিবার সন্ধ্যায় বগটুই গ্রামে গিয়ে বিদ্যুতের খুঁটিতে নোটইস ঝুলিয়ে দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা ৷ প্রত্যেকের বিরুদ্ধে খুন এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে ৷ অভিযুক্তদের 30 জানুয়ারির মধ্যে রামপুরহাট মহকুমা অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখ বলেন, "সিবিআই নোটিশ ঝুলিয়ে দিয়ে গিয়েছে ৷ আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ৷" তবে এনিয়ে কিছু বলতে চাননি লালনের স্ত্রী রেশমি বিবি ৷

2022 সালের 21 মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে তৃণমূল নেতা ভাদু শেখকে কয়েকজন দুষ্কৃতী বোমা মেরে খুন করে বলে অভিযোগ ৷ তিনি বড়শাল গ্রামপঞ্চায়েতের উপ-প্রধানও ছিল ৷ এদিনই রাতে খুনের বদলা নিতে গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় আরেকদল দুষ্কৃতী ৷ এতে এক শিশু কন্যা-সহ 10 জনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ভাদু-ঘনিষ্ঠদের বিরুদ্ধে ৷

এই অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখকে ঘটনার ন'মাস পর 4 ডিসেম্বর গ্রেফতার করে সিবিআই ৷ 2022 সালেরই 12 ডিসেম্বর দুপুরে সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয় লালনের ৷ ঘটনার পর ফের উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ রাতারাতি সিবিআই রামপুরহাটের অস্থায়ী অফিস গুটিয়ে চলে যায় ৷ লালনের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী ছ'জন সিবিআই আধিকারিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে ৷

আরও পড়ুন:

  1. সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্তে সিট, নির্দেশ কলকাতা হাইকোর্টের
  2. বগটুইয়ে নমুনা সংগ্রহ করল সিবিআইয়ের ফরেনসিক টিম
  3. সিবিআই হেফাজতে মৃত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের, আত্মহত্যা বলে দাবি কেন্দ্রীয় সংস্থার

ABOUT THE AUTHOR

...view details