কলকাতা, 28 মে: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য সিবিআই এবং ইডিকে অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের টানা সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে একাধিকবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ভর্ৎসনার মুখে পড়েছেন ।
এবার সেই হাইকোর্টেই 10 বছর আগের একটি মামলায় দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য অনুমতি না দেওয়ায় মঙ্গলবার রাজ্যের তুমুল সমালোচনা করলেন বিচারপতি । তবে ডিভিশন বেঞ্চের মতো লাগাতার রাজ্যকে ওই কনসেন্ট দেওয়ার জন্য চাপ দেওয়ার মধ্য দিয়ে এদিন হাঁটেনি হাইকোর্ট । বিচারপতি রাই চট্টোপাধ্যায় আগামী তিনদিনের মধ্যে ওই অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যকে । তারপরে বর্তমানে ডোমকলে কর্মরত এক ইন্সপেক্টর এবং বর্ধমানে কর্মরত এক ইন্সপেক্টরের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে হবে রাজ্যকে ।
'আরএসএসে ছিলাম, থাকব', বিদায়ী ভাষণে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি