পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউটাউনের রেস্তরাঁ মালিককে মারধরে সোহমের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে টেকনো সিটি থানায় অভিযোগও দায়ের হয় । তারপরও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই রেস্তরাঁ মালিক ৷ সেই মামলায় সোহমের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

Calcutta High Court
রেস্তরাঁ মালিককে মারধরে সোহমের বিরুদ্ধে নির্দেশ হাইকোর্টের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 7:35 PM IST

কলকাতা, 14 জুন: নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ এফআইআর হিসাবে গ্রহণ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন ।

রেস্তরাঁর মালিক আনিসুল আলমের তরফে আইনজীবী শামীম আহমেদের বক্তব্য (ইটিভি ভারত)

রেস্তরাঁর মালিক আনিসুল আলমের তরফে আইনজীবী শামীম আহমেদ বলেন, ‘‘যিনি অভিযুক্ত, তাঁর কিছু হল না । আর যিনি মার খেলেন, তাঁকে পুলিশ থানায় নিয়ে গেল । অভিযোগ লেখালো না, মেডিক্যাল করালো না ৷ তারপর ওসি এবং সাব ইন্সপেক্টর ম্যানেজারকে দিয়ে একটা অভিযোগ লেখাচ্ছেন । তাও তার বয়ান কী হবে, সেটা পুলিশই ঠিক করে দিচ্ছে ।’’

তিনি আরও বলেন, ‘‘রেস্তরাঁ মালিক মার খেয়ে অভিযোগ জানালো, তাও সেটাকে এফআইআর হিসাবে নথিভুক্ত করা হল না । কিন্তু সোহম চক্রবর্তী যে অভিযোগ দায়ের করেছিল, সেটাতে এফআইআর দায়ের করা হল ৷ আজকে জানানো হয়েছে (আদালতের তরফে) রেস্তরাঁর মালিকের অভিযোগ এফআইআর হিসাবে গ্রহণ করতে হবে । পুলিশকে 4 জুলাই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে । এবং ওই রেস্তরাঁর মালিককে নিরাপত্তা দিতে হবে, যাতে তিনি দোকান খুলে স্বাভাবিক ব্যাবসা করতে পারেন ।’’

উল্লেখ্য, নিউটাউন এলাকায় এক রেস্তরাঁ মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে টেকনো সিটি থানায় অভিযোগও দায়ের হয় । তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন ? তাঁকে কেন গ্রেফতার করা হল না ? পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেস্তরাঁর মালিক । সেই মামলাতেই এ দিন এই নির্দেশ দিয়েছে আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details