পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংশোধনাগারে অন্তঃসত্ত্বা বন্দিরা, রাজ্যকে সব পক্ষকে নিয়ে বৈঠকের নির্দেশ হাইকোর্টের - prisoners pregnancy

Inmates' pregnancy in correctional homes: রাজ্যের সংশোধনাগারে বন্দিদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনার গভীর সামাজিক প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করল কলকাতা হাইকোর্ট ৷ এই প্রসঙ্গে সব পক্ষকে নিয়ে বৈঠকের নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:34 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রাজ্যের সংশোধনাগারে বন্দিদের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় যুক্ত সব পক্ষকে নিয়ে বৈঠক করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সেই বৈঠকের নির্যাস রিপোর্ট আকারে আগামী আট মার্চ পরবর্তী শুনানিতে আদালতে পেশ করতে হবে অ্যাডভোকেট জেনারেলকে । মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, "এমন একটা অভিযোগের কী সামাজিক প্রভাব পড়তে পারে সেটা আমরা জানি । এটা মহিলাদের কালিমালিপ্ত করার চরম পথ । এমনিতেই তাঁরা অভিযুক্ত হয়ে জেলবন্দি । এই অবস্থায় এমন একটা অভিযোগ যদি সামনে আনা হয়, সেটা তাঁদের আরও বেশি কলঙ্কিত করতে পারে । এটা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আরও বেশি করে মাথায় রাখা জরুরি ।"

তারপরই বিচারপতি নির্দেশ দেন, এই মামলায় যুক্ত সব পক্ষকে নিয়ে বৈঠক করতে হবে রাজ্যকে । তার নির্যাস রিপোর্ট আকারে আট মার্চ পরবর্তী শুনানিতে আদালতে দিতে হবে অ্যাডভোকেট জেনারেলকে । এই মামলায় যুক্ত আদালত বান্ধব আইনজীবী তাপসকুমার ভঞ্জ বলেন, "সব জেলে মহিলা বন্দিদের নিজেদের এনক্লোজারে যেতে হলে মূল গেট দিয়ে ঢুকে পুরুষ বন্দিদের সেলের সামনে দিয়ে অনেকটা রাস্তা যেতে হয় । রাতে কোর্ট থেকে নিয়ে যাওয়ার পর বন্দিরা ওই জায়গা দিয়ে যাওয়ার সময় পুরুষ বন্দিরা হায়নার মতো আচরণ করে । নিয়মিত প্রেগনেন্সি টেস্ট করার ব্যবস্থা করা হোক ।" বিচারপতি বাগচি তখন বলেন, "একেবারেই না । কেউ স্বেচ্ছায় চাইলেন বা কোনও অভিযোগের ভিত্তিতে কিছু করতে হল, সেটা আলাদা কথা । কিন্তু কোর্ট কোনওভাবে এমন টেস্ট করার ব্যাপারে অনুমতি দেবে না । কিছু সমস্যা আছে, আমরা সবটা মানছি । কিন্তু সেটা নিয়ে আলোচনা করুন । আপনার পরামর্শ দিন রাজ্যকে । পুরুষ ও মহিলা বন্দীদের আলাদা পথ করা যায় কি না ৷"

বিচারপতি আরও বলেন, রাজ্যকে সব পক্ষের সঙ্গে বসতে হবে । সেখানেই বাড়তি বন্দির ভিড়, মহিলা বন্দি, জেলে বন্দির মৃত্যু, জেলে স্বাস্থ্য ব্যবস্থা, অসুস্থ বন্দিদের মুক্তি-সহ নানা বিষয়ে সহমতের ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করার পর আদালত প্রতিটি সমস্যা ধরে ধরে শুনানি করবে ।

উল্লেখ্য, কিছু দিন আগেই রাজ্যের কারাদফতরের একটি রিপোর্টের ভিত্তিতে এই মামলায় নিযুক্ত আদালত বান্ধব হাইকোর্টে জানান, রাজ্যের সংশোধনাগারে এই মুহূর্তে 196টি শিশুর জন্ম দিয়েছেন বন্দিরা । আদালত বান্ধব আইনজীবী আদালতের কাছে আর্জি জানান, অবিলম্বে মহিলা সেলে যেকোনও ধরনের পুরুষের প্রবেশ বন্ধ করা হোক । তাঁদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করুক আদালত । প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য তরেন এবং বিষয়টি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠান ।

আরও পড়ুন:

  1. অন্তঃসত্ত্বা যুবতীর গর্ভপাতে কেন তড়িঘড়ি ? হাইকোর্টে ব্যাখ্যা দিলেন চিকিৎসকরা
  2. সংশোধনাগারে বন্দিদের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, দাবি কারা বিভাগের এডিজির
  3. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা যুবতির গর্ভপাতের নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details