কলকাতা, 10 এপ্রিল:সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এসএসকেএম হাসপাতালকে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । মেডিক্যাল বোর্ড সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আগামী 26 এপ্রিল রিপোর্ট দেবে আদালতকে ।
সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলার শুনানিতে তাঁর তরফে আদালতে জানানো হয় যে, তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে । যার অবিলম্বে চিকিৎসা করা প্রয়োজন । সর্বোপরি বাড়িতে থেকে তাঁর চিকিৎসা হলে তিনি দ্রুত সুস্থ হবেন । সে জন্য তাঁকে জামিন দেওয়া হোক ৷
তাঁর এই আবেদনের প্রেক্ষিতেই এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার বিষয়টি দেখার জন্য এসএসকেএম হাসপাতালকে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করার নির্দেশ দিয়েছে । সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করে আদালতকে রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ ।
এর আগে, আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন, সুজয়কৃষ্ণ ভদ্র এসএসকেম হাসপাতালে দিব্যি রয়েছেন । সেখানে খাচ্ছেন, ঘুরছেন ৷ অথচ তাঁকে জেলে নিয়ে যাওয়া হলেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন । এই বক্তব্যের বিরুদ্ধে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, গত অগস্ট মাসে তাঁর বাইপাস সার্জারি হওয়ার পর থেকে তিনি অসুস্থ । তাঁর নানারকম কোমর্বিডিটি রয়েছে । তাঁর সুগার লেভেল অত্যন্ত বেশি । পাশাপাশি তাঁর উদ্বেগজনিত সমস্যা রয়েছে । এই পরিস্থিতিতে তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করা হলে তিনি বেশি সুস্থ থাকবেন বলে চিকিৎসকরা মনে করছেন ।
ইডির তরফে পালটা বলা হয়, সুজয়কৃষ্ণ ভদ্র এই অজুহাত দেখিয়ে দিনের পর দিন তাঁর কণ্ঠস্বরের নমুনা নিতে দেননি । বিচারপতি ঘোষও প্রশ্ন তুলেছিলেন যে, "মনে হচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের মামলায় তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাবেন, নাকি জেলে চিকিৎসা করাবেন এটাই এখন মূল বিষয় বা আর্জি হয়ে গিয়েছে আপনাদের ৷" তারপরই সুজয়কৃষ্ণের তরফে বিভিন্ন শারীরিক সমস্যার রিপোর্ট-সহ আদালতে আবেদন জানোনো হয় ৷
আরও পড়ুন:
- কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা ইডির, প্রয়োজনে বাড়িতে নজরবন্দি করে রাখার আবেদন সুজয়ের আইনজীবীর
- কালীঘাটের কাকুর সাগরেদ জ্ঞানানন্দকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই
- কালীঘাটের কাকুর কণ্ঠস্বর প্রমাণ হিসাবে এখনই ব্যবহার করতে পারবে না ইডি, নির্দেশ ডিভিশন বেঞ্চের