পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুজয়কৃষ্ণ কতটা অসুস্থ ? দেখতে এসএসকেএমকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের - Sujay Krishna Bhadra - SUJAY KRISHNA BHADRA

Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করার জন্য এসএসকেএম হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 8:06 PM IST

কলকাতা, 10 এপ্রিল:সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এসএসকেএম হাসপাতালকে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । মেডিক্যাল বোর্ড সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আগামী 26 এপ্রিল রিপোর্ট দেবে আদালতকে ।

সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলার শুনানিতে তাঁর তরফে আদালতে জানানো হয় যে, তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে । যার অবিলম্বে চিকিৎসা করা প্রয়োজন । সর্বোপরি বাড়িতে থেকে তাঁর চিকিৎসা হলে তিনি দ্রুত সুস্থ হবেন । সে জন্য তাঁকে জামিন দেওয়া হোক ৷

তাঁর এই আবেদনের প্রেক্ষিতেই এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার বিষয়টি দেখার জন্য এসএসকেএম হাসপাতালকে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করার নির্দেশ দিয়েছে । সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করে আদালতকে রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ ।

এর আগে, আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন, সুজয়কৃষ্ণ ভদ্র এসএসকেম হাসপাতালে দিব্যি রয়েছেন । সেখানে খাচ্ছেন, ঘুরছেন ৷ অথচ তাঁকে জেলে নিয়ে যাওয়া হলেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন । এই বক্তব্যের বিরুদ্ধে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, গত অগস্ট মাসে তাঁর বাইপাস সার্জারি হওয়ার পর থেকে তিনি অসুস্থ । তাঁর নানারকম কোমর্বিডিটি রয়েছে । তাঁর সুগার লেভেল অত্যন্ত বেশি । পাশাপাশি তাঁর উদ্বেগজনিত সমস্যা রয়েছে । এই পরিস্থিতিতে তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করা হলে তিনি বেশি সুস্থ থাকবেন বলে চিকিৎসকরা মনে করছেন ।

ইডির তরফে পালটা বলা হয়, সুজয়কৃষ্ণ ভদ্র এই অজুহাত দেখিয়ে দিনের পর দিন তাঁর কণ্ঠস্বরের নমুনা নিতে দেননি । বিচারপতি ঘোষও প্রশ্ন তুলেছিলেন যে, "মনে হচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের মামলায় তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাবেন, নাকি জেলে চিকিৎসা করাবেন এটাই এখন মূল বিষয় বা আর্জি হয়ে গিয়েছে আপনাদের ৷" তারপরই সুজয়কৃষ্ণের তরফে বিভিন্ন শারীরিক সমস্যার রিপোর্ট-সহ আদালতে আবেদন জানোনো হয় ৷

আরও পড়ুন:

  1. কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা ইডির, প্রয়োজনে বাড়িতে নজরবন্দি করে রাখার আবেদন সুজয়ের আইনজীবীর
  2. কালীঘাটের কাকুর সাগরেদ জ্ঞানানন্দকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই
  3. কালীঘাটের কাকুর কণ্ঠস্বর প্রমাণ হিসাবে এখনই ব্যবহার করতে পারবে না ইডি, নির্দেশ ডিভিশন বেঞ্চের

ABOUT THE AUTHOR

...view details