কলকাতা, 16 মে:সন্দেশখালিকাণ্ডে বৃহস্পতিবার ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তাঁর স্পষ্ট অভিযোগ, সন্দেশখালিতে মহিলাদের জোর করে অভিযোগ প্রত্যাহার করানো হচ্ছে। মহিলারা নিরাপত্তার অভাববোধ করছেন বলেও আদালতে জানান বিজেপি নেত্রী। যদিও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি এদিন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ৷
এদিন প্রধান বিচারপতির এজলাসে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানান, সন্দেশখালির রাস্তায় আলো লাগানো হয়নি। লাগানো হয়নি সিসিটিভিও। আদালতের নির্দেশ থাকার সত্ত্বেও এই কাজ হয়নি। তাঁর অভিযোগ, সন্দেশখালির মহিলারা রাত জাগছেন। কারণ রাতে তাদের উপর হামলা করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। মুখে গামছা বেঁধে রাতে এসে তাদের হুমকি দেওয়া হচ্ছে ৷ যাতে তাঁরা ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করেন। এক মহিলাকে জোর করে হাত পা বেঁধে পুকুরে ফেলে দিয়েছে স্থানীয় দুস্কৃতীরা এমনটাও আদালতে জানান প্রিয়াঙ্কা।
প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন অবশ্য খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান, সিবিআই যেহেতু তদন্ত করছে, সুতরাং সিবিআইয়ের কাছেই অভিযোগ জানাতে হবে। আদালত এই বিষয়ে আর কোনও তদন্ত করবে না।
আদালত আপাতত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না বলেও জানান প্রধান বিচারপতি।
যদিও রাজ্যের তরফের আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক পালটা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে অভিযোগ করে জানান, তাঁর জন্য সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। তিনি সন্দেশখালি গিয়ে বারবার উত্তপ্ত করছেন স্থানীয় মহিলাদের। প্রধান বিচারপতি শেষ পর্যন্ত জরুরি ভিত্তিতে মামলাটি শোনার আর্জি খারিজ করে দেন।