পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ের 3 পুরসভায় নির্বাচন, 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: কার্শিয়াং, কালিম্পং,ও মিরিক পুরসভায় নির্বাচনের বিষয়ে আগামী 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিগত দু'আড়াই বছর ধরে পাহাড়ে নির্বাচন করা হচ্ছে না বলে দাবি মামলাকারীর ।

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 8:49 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: পাহাড়ের তিনটি পুরসভায় নির্বাচনের ব্যাপারে নগরোন্নয়ন দফতরের সচিবকে অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে । তিনটি পুরসভায় অবিলম্বে নির্বাচনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল । কারণ, বিগত দু'আড়াই বছর ধরে সেখানে নির্বাচন করা হচ্ছে না বলে দাবি মামলাকারীর ।

উত্তরবঙ্গের কার্শিয়াং, কালিম্পং,ও মিরিক পুরসভায় নির্বাচনের বিষয়ে আগামী 6 সপ্তাহে মধ্যে মামলাকারীর আবেদন বিবেচনা করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ । মামলাকারীর তরফে আইনজীবী আদালতে বলেন, "এই তিন পুর এলাকায় শেষ নির্বাচন হয়েছে 2017 সালের 14 মে এবং নির্বাচনে যে পাঁচ বছরের মেয়াদ থাকে তা অতিক্রান্ত হয়েছে 2022 সালের এপ্রিল মাসে ।"

মামলাকারী একই সঙ্গে জানান, রাজ্য সরকার 2022 সালের 13 মার্চ বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচনের । কিন্তু অজ্ঞাত কারণে আর সেখানে নির্বাচন করা হয়নি । প্রধান বিচারপতির বেঞ্চে মামলাকারী আরও বলেন, "ভারতীয় সংবিধানের ধারা 243 (ইউ) অনুযায়ী পাঁচ বছর অন্তর পুরসভায় নির্বাচন করতে হয় এবং এই পাঁচ বছরের সময়সীমা পেরিয়ে যাওয়ার অন্তত 6 মাস আগে নির্বাচনের প্রস্তুতি নিতে হয় ।"

প্রধান বিচারপতি মন্তব্য করেন, "মামলাকারী যে দাবি জানিয়েছেন তা ন্যায়সঙ্গত ।" সংবিধান ও সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ ও উল্লেখ করা হয় এর সপক্ষে । কিন্তু রাজ্য নির্বাচন করার ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি এতদিন । রাজ্যের তরফে এ দিন কোনও আইনজীবীও ছিলেন না এজলাসে । প্রধান বিচারপতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবকে নির্বাচন করার আর্জি জানিয়ে মামলাকারী গত 28 জুন 2024 যে দাবিপত্র পাঠিয়েছিলেন তা 6 সপ্তাহের মধ্যে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন ।

উল্লেখ্য, 1993 সালের রাজ্য পুর আইনের 12 ধারা অনুয়ায়ী, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং রাজ্য নির্বাচন কমিশন সেই মতো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details