কলকাতা, 9 অগস্ট:দু’জনের চোখে সফলভাবে প্রতিস্থাপন হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের চোখ ৷ গতকাল তাঁর চক্ষুদানের পরেই, কলকাতা মেডিক্যাল কলেজের আরআইও (রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি) বিভাগে অস্ত্রোপচার করা হয়েছে দু‘জনের ৷ সেখানে দু’জনের অন্ধত্ব জীবন শেষ করে নতুন দিশা দেখালেন বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও কাদের চোখে এই অস্ত্রোপচার করা হয়েছে তাদের পরিচয় নিয়ম অনুযায়ী প্রকাশ্যে আনা হয়নি ৷ তবে হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করার পর বর্তমানে ওই দুই ব্যক্তি ভালো আছেন ৷
সাদা ধুতি পাঞ্জাবি পাশাপাশি চোখে কালো চশমা, এই চেহারাই বুদ্ধদেব ভট্টাচার্যর অন্যতম পরিচয় ৷ আলুমুদ্দিন স্ট্রিট থেকে যেকোন রাজনৈতিক সভা, সর্বত্রই তাঁকে দেখা যেত এই চেনা পোশাকে ৷ রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের পর থেকে তিনি রাজনীতি থেকে একপ্রকার দূরে সরে যান ৷ দীর্ঘদিন বিভিন্ন রকম অসুখে ভুগছিলেন। চোখেরও সমস্যা ছিল ৷ আরআইও-এর অধিকর্তা জানিয়েছেন উনার রেটিনায় সমস্যা ছিল। কর্নিয়াতে কোনও সমস্যা ছিল না। তারই সঙ্গে কোনদিন ছানি অস্ত্রপ্রচারও করা হয়নি বুদ্ধদেব ভট্টাচার্য। ফলে তার চক্ষুদানে সমস্যা হয়নি।