ETV Bharat / state

সোমে কালীঘাটে কর্মসমিতির বৈঠক, কী বার্তা দেবেন মমতা ? - CM MAMATA BANERJEE

ওই দিন থেকে বিধানসভার পাশাপাশি সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই বিষয় নিয়ে দলের সাংসদ-বিধায়কদের একাধিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

mamata-banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 9:33 PM IST

কলকাতা, 22 নভেম্বর: শাসক শিবিরে বড় ধরনের সাংগঠনিক রদবদলের কথা শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। লোকসভা নির্বাচনে ফল থেকে শুরু করে আরও কয়েকটি কারণে এই সাংগঠনিক রদবদল হতে পারে । তার ফলে একাধিক বড় পরিবর্তন হতে পারে শাসক শিবিরের অন্দরে । এমনই আবহে সোমবার তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যসভার দলনেতা ডেরেক ও' ব্রায়েন, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো প্রথম সারির নেতারা ।

সেদিন থেকেই রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। কালীঘাটে দলনেত্রীর বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হবে । মূলত এই বৈঠক থেকেই দলকে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশ দিতে পারেন তিনি। প্রসঙ্গত, এবছর সংসদের শীতকালীন অধিবেশনও ওই দিন থেকেই শুরু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার পাশাপাশি লোকসভা এবং রাজ্য়সভার অধিবেশনের কথা মাথায় রেখে ওই দিন বৈঠক ডেকেছেন বলে মনে করা হচ্ছে ।

একইসঙ্গে বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন নিয়ে দলনেত্রীকে রিপোর্ট দিয়ে গিয়েছিলেন। মনে করা হচ্ছে এই বৈঠকে সেই বিষয়টিও আলোচনা হতে পারে। সোমবারের বৈঠকের পরে দলীয় রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মমতা ।

সবচেয়ে বড় কথা আগামিকাল, শনিবার রাজ্যের 6টি আসনে উপনির্বাচনের পাশাপাশি দুটি রাজ্যের বিধানসভার ফল প্রকাশিত হবে। তারপরে জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে দলের ভূমিকা কী হবে তা নিয়েও কথা হবে বৈঠকে। একইসঙ্গে আরজি কর পরবর্তী সময় কীভাবে দল জনসংযোগ করবে সেই বিষয়ও নির্দেশ দিতে পারেন মমতা ।

কলকাতা, 22 নভেম্বর: শাসক শিবিরে বড় ধরনের সাংগঠনিক রদবদলের কথা শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। লোকসভা নির্বাচনে ফল থেকে শুরু করে আরও কয়েকটি কারণে এই সাংগঠনিক রদবদল হতে পারে । তার ফলে একাধিক বড় পরিবর্তন হতে পারে শাসক শিবিরের অন্দরে । এমনই আবহে সোমবার তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যসভার দলনেতা ডেরেক ও' ব্রায়েন, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো প্রথম সারির নেতারা ।

সেদিন থেকেই রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। কালীঘাটে দলনেত্রীর বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হবে । মূলত এই বৈঠক থেকেই দলকে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশ দিতে পারেন তিনি। প্রসঙ্গত, এবছর সংসদের শীতকালীন অধিবেশনও ওই দিন থেকেই শুরু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার পাশাপাশি লোকসভা এবং রাজ্য়সভার অধিবেশনের কথা মাথায় রেখে ওই দিন বৈঠক ডেকেছেন বলে মনে করা হচ্ছে ।

একইসঙ্গে বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন নিয়ে দলনেত্রীকে রিপোর্ট দিয়ে গিয়েছিলেন। মনে করা হচ্ছে এই বৈঠকে সেই বিষয়টিও আলোচনা হতে পারে। সোমবারের বৈঠকের পরে দলীয় রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মমতা ।

সবচেয়ে বড় কথা আগামিকাল, শনিবার রাজ্যের 6টি আসনে উপনির্বাচনের পাশাপাশি দুটি রাজ্যের বিধানসভার ফল প্রকাশিত হবে। তারপরে জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে দলের ভূমিকা কী হবে তা নিয়েও কথা হবে বৈঠকে। একইসঙ্গে আরজি কর পরবর্তী সময় কীভাবে দল জনসংযোগ করবে সেই বিষয়ও নির্দেশ দিতে পারেন মমতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.