পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশে আপেল রেখে চোরাই সোনা নিয়ে দেশে ঢোকার আগেই আটক ট্রাকচালক - Gold Biscuits Recovered - GOLD BISCUITS RECOVERED

Gold Recovered by BSF: বাংলাদেশে আপেল রেখে চোরাই সোনা নিয়ে আসার অভিযোগ ৷ দেশে ঢোকার আগেই বিএসএফের হাতে আটক ভারতীয় ট্রাকচালক ৷ বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলির বাজারমূল্য 17 লক্ষ 14 হাজার 755 টাকা ৷

Gold Recovered by BSF
ট্রাক চালকের কাছ থেকে সোনার বিস্কুট উদ্ধার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 7:26 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: ট্রাকের কেবিন থেকে চোরাই সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ । বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাক ৷ আটক করা হল চালককে । ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্তে । সোনার বিস্কুট-সহ আটক ট্রাকচালককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোলে কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে ।

সূত্রের খবর, বর্ডার পোস্ট পেট্রাপোল 145 ব্যাটালিয়নের জওয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালাচ্ছিলেন । সেই সময় একজন ভারতীয় ট্রাকচালককে 2টি সোনার বিস্কুট-সহ আটক করা হয় । বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলির ওজন প্রায় 233.300 গ্রাম । যার বর্তমান বাজার মূল্য 17 লক্ষ 14 হাজার 755 টাকা ৷

জানা গিয়েছে, গত শনিবার রাতে চোরাচালান সংক্রান্ত তথ্য গোয়েন্দাদের থেকে পায় বিএসএফ । এরপরই শুরু হয় অভিযান । পেট্রাপোলে একটি সন্দেহজনক ট্রাক আটক করা হয় । পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে 2টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় । যেগুলি কেবিনে আঠালো টেপ এবং সাদা কাগজ দিয়ে মোড়ানো একটি কালো পলিথিনের ব্যাগে রাখা ছিল ।

জিজ্ঞাসাবাদে চালক জানান, তিনি ভারতে ট্রাকচালক হিসেবে কাজ করেন । 14 সেপ্টেম্বর তিনি বৈধ কাগজপত্র-সহ আইসিপি পেট্রাপোলের মাধ্যমে বাংলাদেশের বেনাপোলে আপেলের একটি চালান নিয়ে গিয়েছিলেন । একই রাতে আনুমানিক 11টা নাগাদ বেনাপোলের সাদিপুরে একজন অচেনা বাংলাদেশি তাঁকে 2টি সোনার বিস্কুট দেন । সেগুলো আইসিপি গেট নম্বর 3-এর কাছে একজন অজ্ঞাত পরিচয় ভারতীয় ব্যক্তির কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয় । এই কাজের জন্য হাজার টাকাও দেওয়া হয় ট্রাকচালককে । কিন্তু, সেকাজ সম্পন্ন হওয়ার আগেই তাঁকে বিএসএফ জওয়ানরা আটক করেন ।

বিএসএফের মুখপাত্র দক্ষিণ বেঙ্গল সীমান্তের জওয়ানদের অভিযান প্রসঙ্গে বলেন, বিএসএফ জওয়ানরা সীমান্তে অপরাধ এবং চোরাচালান প্রতিরোধে সম্পূর্ণরূপে দৃঢ়প্রতিজ্ঞ ৷

ABOUT THE AUTHOR

...view details