ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশে ক্লোজ করা হল নিউটাউন থানার আইসি-কে - CALCUTTA HIGH COURT

নির্দেশ মেনে কাজ করায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 7:14 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: হাইকোর্টের নির্দেশ মেনে নিউটাউন থানার আইসি-কে ক্লোজ করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল পুলিশ ৷ একইসঙ্গে অভিযুক্তের জামিন খারিজের জন্যেও আবেদন করেছে পুলিশ । মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য।

রাজ্যের রিপোর্ট দেখে সন্তুষ্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তবে আদালতের পর্যবেক্ষণ, কেন বিধাননগরকে কমিশনারেট করা হল, তার তো কোনও নির্দিষ্ট চিন্তাভাবনা আছে কি না, না-হলে ওটা তো একটা জেলার অংশ । ওই এলাকার বাসিন্দাদের নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে ৷ সেখানে যদি পুলিশ সুশিক্ষিত না-হয় তাহলে তো রাজ্য পুলিশের অন্য অংশের বাহিনীর মতো এখানেও একইভাবে পুলিশ কাজ করবে । আগেও বলা হয়েছে নিউটাউন, রাজারহাট সেই গুরুত্বপূর্ণ থানা, যেখানে বাইরে থেকে বিনিয়োগকারীরা আসেন । ফলে সেখানে যদি পুলিশ প্রশিক্ষিত না-হয় তাহলে সেটা সমাজের জন্যেই খারাপ বার্তা দেবে । একই সমস্যা বাগুইহাটি থানার । না-হলে একটা থানার মধ্যে থেকে তিনটে গাড়ি চুড়ি হয়ে যায় ! ফলে কমিশনারেটে কর্মরত পুলিশদের পর্যাপ্ত প্রশিক্ষণের পক্ষে সওয়াল করল হাইকোর্ট।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য (ইটিভি ভারত)
মামলাকারীর অভিযোগ ছিল, বিধাননগরের নারায়ণপুর থানা এলাকার তিন কাঠা জমি হঠাৎ দখল হয়ে যায় । সেই জমিতে বোর্ড লাগিয়ে জমি বিক্রি নেই বলে রটিয়ে দেওয়া হয় । সেখানে রাতারাতি সাইকেল গ্যারেজ হয়ে যায় । জমির মালিক বাধা দিতে গেলে প্রোমোটার তাঁকে মারধর, হুমকি দিয়ে এলাকা ছাড়া করে । তিনি বিষয়টি নিয়ে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করলে বেশ কিছু দুষ্কৃতী রাজারহাট থানা এলাকায় তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায় ।

সেই ঘটনায় রাজারহাট নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয় । আবার হামলাকারীদের তরফে পাল্টা অভিযোগও দায়ের করা হয়। নিউটাউন থানার আইসি প্রোমোটারের বিরুদ্ধে লঘু ধারায় এফআইয়ার দায়ের করায় জামিন পেয়ে যান। তারপরই জমির মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

গত শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উপর চরম ক্ষোভপ্রকাশ করেন । আইটি হাবের মতো জায়গায় রাজ্যের 'ফেস লস' করছে পুলিশ বলে উল্লেখ করেছিলেন বিচারপতি । একইসঙ্গে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে রাজ্য কোনও পদক্ষেপ না-নিলে বিচারপতি নেবেন বলেও উল্লেখ করেছিলেন । তারপরই আজ ওই আইসি-কে ক্লোজ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা, 14 জানুয়ারি: হাইকোর্টের নির্দেশ মেনে নিউটাউন থানার আইসি-কে ক্লোজ করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল পুলিশ ৷ একইসঙ্গে অভিযুক্তের জামিন খারিজের জন্যেও আবেদন করেছে পুলিশ । মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য।

রাজ্যের রিপোর্ট দেখে সন্তুষ্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তবে আদালতের পর্যবেক্ষণ, কেন বিধাননগরকে কমিশনারেট করা হল, তার তো কোনও নির্দিষ্ট চিন্তাভাবনা আছে কি না, না-হলে ওটা তো একটা জেলার অংশ । ওই এলাকার বাসিন্দাদের নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে ৷ সেখানে যদি পুলিশ সুশিক্ষিত না-হয় তাহলে তো রাজ্য পুলিশের অন্য অংশের বাহিনীর মতো এখানেও একইভাবে পুলিশ কাজ করবে । আগেও বলা হয়েছে নিউটাউন, রাজারহাট সেই গুরুত্বপূর্ণ থানা, যেখানে বাইরে থেকে বিনিয়োগকারীরা আসেন । ফলে সেখানে যদি পুলিশ প্রশিক্ষিত না-হয় তাহলে সেটা সমাজের জন্যেই খারাপ বার্তা দেবে । একই সমস্যা বাগুইহাটি থানার । না-হলে একটা থানার মধ্যে থেকে তিনটে গাড়ি চুড়ি হয়ে যায় ! ফলে কমিশনারেটে কর্মরত পুলিশদের পর্যাপ্ত প্রশিক্ষণের পক্ষে সওয়াল করল হাইকোর্ট।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য (ইটিভি ভারত)
মামলাকারীর অভিযোগ ছিল, বিধাননগরের নারায়ণপুর থানা এলাকার তিন কাঠা জমি হঠাৎ দখল হয়ে যায় । সেই জমিতে বোর্ড লাগিয়ে জমি বিক্রি নেই বলে রটিয়ে দেওয়া হয় । সেখানে রাতারাতি সাইকেল গ্যারেজ হয়ে যায় । জমির মালিক বাধা দিতে গেলে প্রোমোটার তাঁকে মারধর, হুমকি দিয়ে এলাকা ছাড়া করে । তিনি বিষয়টি নিয়ে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করলে বেশ কিছু দুষ্কৃতী রাজারহাট থানা এলাকায় তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায় ।

সেই ঘটনায় রাজারহাট নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয় । আবার হামলাকারীদের তরফে পাল্টা অভিযোগও দায়ের করা হয়। নিউটাউন থানার আইসি প্রোমোটারের বিরুদ্ধে লঘু ধারায় এফআইয়ার দায়ের করায় জামিন পেয়ে যান। তারপরই জমির মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

গত শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উপর চরম ক্ষোভপ্রকাশ করেন । আইটি হাবের মতো জায়গায় রাজ্যের 'ফেস লস' করছে পুলিশ বলে উল্লেখ করেছিলেন বিচারপতি । একইসঙ্গে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে রাজ্য কোনও পদক্ষেপ না-নিলে বিচারপতি নেবেন বলেও উল্লেখ করেছিলেন । তারপরই আজ ওই আইসি-কে ক্লোজ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.