হায়দরাবাদ, 15 ফেব্রুয়ারি: 2025 সাল মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য খুবই ভালো প্রমাণিত হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি সাধারণ বাজেটে মধ্যবিত্তদের জন্য আয়কর ছাড় দিয়েছেন। এর পর, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও মধ্যবিত্তদের স্বস্তি দিতে সুদের হার কমিয়েছে। এখন মধ্যবিত্ত চাকুরিজীবীদের নজর প্রভিডেন্ট ফান্ডের সুদের সুদের উপর।
চাকুরিজীবীরা আশা করছেন যে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই EPFO-তে জমা হওয়া টাকার উপর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বেতনভোগী শ্রেণির জন্য একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার ফলে দেশের কোটি কোটি কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
28 ফেব্রুয়ারি বোর্ড সভা:
চাকুরিজীবী এবং বেতনভোগী শ্রেণির জন্য পিএফ একটি বড় সঞ্চয়, যা তাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন্দ্র কর্মীদের এই সঞ্চয়ের উপর সুদ দেয় ৷ এই কারণে অবসর গ্রহণের সময় তাদের প্রভিডেন্ট ফান্ডে বেশ ভালো অঙ্কের টাকা জমা হয়ে যায়।
মনে করা হচ্ছে যে, কেন্দ্র সরকার এখন প্রভিডেন্ট ফান্ডের উপর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, যার ফলে বেতনভোগী শ্রেণির সঞ্চয়ও বৃদ্ধি পাবে। প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত EPFO নেয়। এই পরিস্থিতিতে সবাই EPFO-এর পরবর্তী বোর্ডের বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। EPFO-এর এই বোর্ড মিটিং 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই বৈঠকে EPFO প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।
গত 2 বছর ধরে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বৃদ্ধি পাচ্ছে:
এর আগেও, কেন্দ্রীয় সরকার টানা দুই বছর প্রভিডেন্ট ফান্ডের সুদ বাড়িয়েছে। কেন্দ্র 2022-2023 সালে প্রভিডেন্ট ফান্ডের সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ কেন্দ্রের ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রভিডেন্ট ফান্ডে সুদের হার 8.15 শতাংশ হয়। পরের বছর অর্থাৎ 2023-2024 সালে, কেন্দ্র সরকার ফের প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 0.10 শতাংশ বৃদ্ধি করে ৷ এর ফলে বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 8.25 শতাংশ হয়েছে। যদিও, পিএফের সুদ বাড়ানোর বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও ইঙ্গিত মেলেনি বা কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার এই বছরও সুদের হার 0.10 শতাংশ বৃদ্ধি করতে পারে।