পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ সীমান্তে তিন কোটি টাকার সোনা পাচার ! ধৃত 1 - GOLD SMUGGLING

দেড় হাজার টাকার পারিশ্রমিকে তিন কোটির সোনা পাচার করতে গিয়ে স্বরূপনগর সীমান্তে বিএসএফ-এর হাতে ধৃত পাচারকারী ৷

GOLD SMUGGLING
কোটি টাকার সোনা পাচার ! (বিএসএফ সূত্রে পাওয়া ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 6:19 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: মাত্র 1500 টাকার পারিশ্রমিকে প্রায় তিন কোটি টাকার সোনা প্রচার করতে গিয়ে বিএসেফ-এর হাতে পাকড়াও পাচারকারী। শুক্রবার রাতে উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা।

ইতিমধ্যে, বাজেয়াপ্ত করা হয়েছে সোনার বিস্কুট ৷ ধৃত চোরাচালানকারীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে। সে উত্তর 24 পরগনার পদমভিলার বাসিন্দা বলে জানা গিয়েছে । গত দু'মাস ধরে সে বাংলাদেশে সোনা পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল বলেও জানা গিয়েছে ৷ গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ-এর 143 ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে এই চোরাকারবারীকে পাকড়াও করেন।

শুক্রবার স্বরূপনগর থানার বিথারি বাজারে ওই ব্যক্তিকে ধরে বিএসএফ। তার সঙ্গে থাকা বাইকের পেট্রল ট্যাঙ্কের নীচে 25টি সোনার বিস্কুট উদ্ধার হয়। সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। চোরাচালানকারীকে আটকও করে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বিওপি বিথারিতে আনা হয়। বাজেয়াপ্ত সোনার ওজন 3.420 কেজি। যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি 95 লক্ষ 90 হাজার 182 টাকা।

দক্ষিণবঙ্গ বিএসএফ সূত্রের দাবি, 14 ফেব্রুয়ারি বর্ডার আউটপোস্ট বিথারির জওয়ানরা সোনাপাচারের বিষয়ে গোপন তথ্য পায়। এরপরই বিএসএফ জওয়ানরা তৎপর হয়ে ওঠেন। সন্দেহভাজন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বিথারি বাজারে রাতে একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে বিওপি বিথারি ক্যাম্পের কাছে যেতে দেখা যায় ৷ তখনই জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ৷ তল্লাশিও চালানো হয় ৷

বিএসএফ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি স্বীকার করে সে উত্তর 24 পরগনা জেলার পদমভিলা গ্রামের বাসিন্দা ৷ গত দু'মাস ধরে বাংলাদেশে চোরাচালানের সঙ্গে যোগাযোগ রেখেছিল সে। তাকে বিথারি বাজারের কাছে রাস্তার ধারে একটি নির্দিষ্ট স্থানে সোনাগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যার বিনিময়ে তাকে মাত্র 1,500 টাকা দেওয়ার শর্ত ছিল। তবে বিএসএফের কারণে তার পরিকল্পনা ব্যর্থ হয়।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র ডিআইজি এনকে পান্ডে বলেন, "চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। চোরাকারবারীরা নতুন কৌশল গ্রহণ করলেও ধারাবাহিকভাবে বিএসএফ তাদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। সীমান্তে অবৈধ কার্যকলাপ বন্ধে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জওয়ানরা সতর্ক এবং চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের যে কোনও প্রচেষ্টা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।"

ABOUT THE AUTHOR

...view details