কলকাতা, 19 ফেব্রুয়ারি: রিজেন্ট পার্কের মুর অ্যাভিনিউয়ে ডাকাতির ঘটনায় 180 ডিগ্রি টুইস্ট। ডাকাতির ঘটনাটি পুরোপুরি সাজানো ৷ গয়না ও টাকা হাতাতে জামাইবাবু রাজা নাগের সঙ্গে মিলে নিজেই ডাকাতির নাটক করেন 48 বছরের গৃহবধূ সোনালি বিশ্বাস ৷ তদন্তে নেমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করলেন লালবাজারের গোয়েন্দারা ৷
রিজেন্ট পার্কের ঘটনা নিয়ে নগরপাল মনোজ ভার্মা বলেন, "এটি আদতে কোনও ডাকাতির ঘটনা নয় । পুরো ঘটনাটাই সাজানো ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ।"
কলকাতা পুলিশ সূত্রে খবর, ডাকাতির নাটক করে তিন থেকে চার লক্ষ টাকার সোনার গয়না ও লক্ষাধিক নগদ টাকা বাপের বাড়িতে পাঠিয়ে এবং নিজের পরিচিতের কাছে সেই গয়না বিক্রি করার ছক কষেছিলেন ওই গৃহবধূ ৷ তার জন্যই বলিউডের ধাঁচে ফিল্মি কায়দায় ডাকাতির প্লট সাজিয়েছিলেন তিনি ও তাঁর জামাইবাবু । বড়তলা এবং দমদমে পরপর ডাকাতির ঘটনা ঘটে ৷ সেই খবর দেখার পরই নিজেদের বাড়িতেই অভিনব কায়দায় ডাকাতির চিত্রনাট্য তৈরি করার কথা ভাবেন গৃহকর্ত্রী সোনালি বিশ্বাস ।
এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "তদন্ত নেমে পুলিশ এই ঘটনায় প্রমাণ জোগাড় করতে শুরু করে । তবে সোনালিকে জিজ্ঞাসাবাদ করে তারা বারংবারই অসন্তুষ্ট হন । তাঁর কথাবার্তাতেও ছিল বিস্তর অসঙ্গতি। পরে জিজ্ঞাসাবাদে তিনি গোটা ঘটনার সত্যি সামনে আনেন ৷"
অভিযুক্ত সোনালি বিশ্বাস এবং তাঁর জামাইবাবু রাজা নাগকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার তাঁদের আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় ৷ তাঁদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা । তবে ফিল্মি কায়দায় ডাকাতির নাটকের সঙ্গে সোনালি বিশ্বাসের ছেলে কোনও ভাবে যুক্ত কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে ।
মঙ্গলবার কলকাতার রিজেন্ট পার্কে মুর অ্যাভিনিউয়ে ডাকাতির ঘটনাটি প্রকাশ্যে আসে। বাড়ির গৃহকর্ত্রী সোনালি বিশ্বাস অভিযোগ করেন, তিনি যখন গতকাল ফ্ল্যাটে ঢুকছিলেন সেই সময় দু'জন দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁকে চেপে ধরে এবং তারা ঘরে ঢুকে যায় ৷ তিনি বাঁধা দিলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং একটি ভারী অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় । ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন।
তাঁর আরও অভিযোগ, এরপর তাঁকে ঘরের ভিতর নিয়ে গিয়ে হাত-পা বেঁধে সেখানে থাকা গয়না এবং টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । তারপরই তাঁর স্বামী এবং ছেলে এসে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন । তবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গোটা ঘটনাটি সাজানো, তা হলেও মাথায় সামান্য চোট পেয়েছেন সোনালি বিশ্বাস । তাহলে এই চোট এল কী করে?
তদন্তকারীদের অনুমান, চিত্রনাট্য অনুযায়ী ডাকাতির ঘটনা ঘটেছে সেটা প্রমাণ করার জন্যই নিজেই মাথায় আঘাত করেন সোনালি । তবে কেন তিনি এবং তাঁর জামাইবাবু আচমকা টাকা লুট ও সোনার গয়না বিক্রি করতে গেলেন? এই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । পাশাপাশি এই ঘটনায় একাধিক বিষয় রয়েছে, যা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷