পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 9:02 PM IST

ETV Bharat / state

ভোটের আগে মুর্শিদাবাদের দু'জায়গা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা, আতঙ্ক এলাকায় - LOK SABHA ELECTION 2024

Bomb Recover From Murshidabad: রাত পোহালেই নির্বাচন উত্তর ও দক্ষিণ মালদার পাশাপাশি মুর্শিদাবাদে ৷ এখানে শান্তিপূর্ণ অবাধ ভোট করানোই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে ৷ তার মধ্যেই সোমবার উদ্ধার হল একাধিক তাজা বোমা ৷

Bomb Recover
মুর্শিদাবাদে দু'জায়গা থেকে উদ্ধার প্রচুর বোমা (--নিজস্ব চিত্র)

মুর্শিদাবাদে বোমা উদ্ধার (--নিজস্ব প্রতিনিধি)

মুর্শিবাবাদ, 6 মে: তৃতীয় দফা নির্বাচনের আগের দিন মুর্শিদাবাদের দুই থানা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হল প্রচুর পরিমাণে বোমা। এদিন বেলডাঙা থানার মাড্ডা থেকে উদ্ধার হয়েছে 18টি তাজা সকেট বোমা। অন্যদিকে সাগরপাড়া থানার জয়পুরে একটি তিলের জমি থেকে উদ্ধার হয়েছে আরও 12টি তাজা বোমা। বোমাগুলি বম্ব স্কোয়াড এসে নিষ্ক্রিয় করে ৷ নির্বাচনের আগের দিন বোমা উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

মঙ্গলবার নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। নির্বাচনের 24 ঘণ্টা আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাগরপাড়া থানার জয়পুর সর্দারপাড়ায়। তিলের জমিতে স্থানীয়রা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। তড়িঘড়ি সাগরপাড়া থানায় পুলিশকে খবর দেওয়া হয়। বোমাগুলিকে ঘিরে রেখে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তাঁরা এসে সেগুলি উদ্ধার করার পর নিষ্ক্রিয় করা হয় ৷

অন্যদিকে একইদিনে বোমা উদ্ধার হয়েছে বেলডাঙা থানা এলাকা থেকে। বহরমপুর কেন্দ্রে নির্বাচনের আগে উত্তাপ ছড়াচ্ছে বেলডাঙায়। পরপর বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। এদিন ফের ভোমা উদ্ধার হল মাড্ডা মাঠপাড়ায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ১৮টি সকেট বোমা বাজেয়াপ্ত করেছে। বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। নির্বাচন এলেই বেলডাঙা, ডোমকল এমনিতেই উত্তপ্ত হয়ে ওঠে। এবারের নির্বাচনে বারবার বোমা উদ্ধারে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

মূলত, মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন আবু তাহের ও বিজেপির হয়ে দাঁড়িয়েছেন গৌরিশঙ্কর ঘোষ ৷ আর এই রাজ্যে ভোট নিয়ে যথেষ্ট চিন্তায় নির্বাচন কমিশন ৷ কারণ, ভোটের আগে একাধিক বোমা উদ্ধারে অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন হওয়াটা বড় চ্যালেঞ্জ ৷

ABOUT THE AUTHOR

...view details