বালুরঘাট, 31 অক্টোবর: ভূতচতুর্দশীর রাতে বালুরঘাটের সরকারি আবাসিক হোম 'শুভায়ন' থেকে উদ্ধার হল এক কিশোরের ঝুলন্ত দেহ ৷ বুধবার রাতে শুভায়ন হোমের শৌচাগার থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম বিনয় রায় দাস ৷ বয়স আনুমানিক 16 বছর।
সরকারি আবাসিক হোমে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায়-সহ অন্যান্য আধিকারিকরা। আত্মহত্যার নাকি খুন ? তা খতিয়ে দেখছে পুলিশ।
বালুরঘাট ডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার হোসেনপুরে রয়েছে সরকারি হোম শুভায়ন। এই হোমে মূলত 18 বছরের নীচে অপরাধী এবং অনাথ নাবালকদের রাখা হয়। বর্তমানে এই হোমে প্রায় 50 জন আবাসিক রয়েছে ৷ এর মধ্যে 5 থেকে 6 জন বাংলাদেশের ছেলেও রয়েছে ৷ বাবা-মা বা কোনও নিকট আত্মীয় না-থাকায় 2015 সালে মালদা থেকে পথশিশু বিনয়কেও এই হোমে রাখা হয় ৷ হোমের বাসিন্দারাই ছিল তার পরিবার। বিনয় বালুরঘাট শহরের নামাবঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সন্ধ্যায়, হোমের দোতলার শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাব অনান্যরা ৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।