পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি আবাসিক হোমে কিশোরের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

বালুরঘাট সরকারি আবাসিক হোমে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে ৷ আত্মহত্যা নাকি খুন ? তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Body Recovered
বালুরঘাট সরকারি আবাসিক হোম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

বালুরঘাট, 31 অক্টোবর: ভূতচতুর্দশীর রাতে বালুরঘাটের সরকারি আবাসিক হোম 'শুভায়ন' থেকে উদ্ধার হল এক কিশোরের ঝুলন্ত দেহ ৷ বুধবার রাতে শুভায়ন হোমের শৌচাগার থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম বিনয় রায় দাস ৷ বয়স আনুমানিক 16 বছর।

সরকারি আবাসিক হোমে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায়-সহ অন্যান্য আধিকারিকরা। আত্মহত্যার নাকি খুন ? তা খতিয়ে দেখছে পুলিশ।

আবাসিক হোমে কিশোরের রহস্যমৃত্যু (ইটিভি ভারত)

বালুরঘাট ডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার হোসেনপুরে রয়েছে সরকারি হোম শুভায়ন। এই হোমে মূলত 18 বছরের নীচে অপরাধী এবং অনাথ নাবালকদের রাখা হয়। বর্তমানে এই হোমে প্রায় 50 জন আবাসিক রয়েছে ৷ এর মধ্যে 5 থেকে 6 জন বাংলাদেশের ছেলেও রয়েছে ৷ বাবা-মা বা কোনও নিকট আত্মীয় না-থাকায় 2015 সালে মালদা থেকে পথশিশু বিনয়কেও এই হোমে রাখা হয় ৷ হোমের বাসিন্দারাই ছিল তার পরিবার। বিনয় বালুরঘাট শহরের নামাবঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সন্ধ্যায়, হোমের দোতলার শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাব অনান্যরা ৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, কয়েকদিন ধরেই হোমের অন্য আবাসিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল বিনয়। তবে হোম কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি ৷ বরং ঘটনাকে আত্মহত্যা হিসাবেই দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ ৷ বিনয়ের বেশকিছু সহপাঠীরা এ ঘটনা ঘিরে সন্দেহ প্রকাশ করছেন। আবাসিকদের সঙ্গে চলতে থাকা সেই বিতর্কই কি শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতিতে পৌঁছল ? নাকি আত্মহত্যা ? বালুরঘাট থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ।

হোমের অন্যান্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা হিসেবে দেখা হলেও, স্থানীয় বাসিন্দারা নিশ্চিত হতে চাইছেন যে, বিনয় কোনো হুমকির সম্মুখীন হয়েছিল কি না। তবে বিনয়ের মৃত্যু আদৌ আত্মহত্যা, নাকি ঘটনার পেছনে রয়েছে কোনও গভীর রহস্য, তা খতিয়ে দেখছে প্রশাসন।

পড়ুন:5 বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন ! পুলিশি জেরায় স্বীকার বাবার

ABOUT THE AUTHOR

...view details