কলকাতা, 22 মে: নিউটাউনের একটি ফ্ল্যাটে ফ্রিজে রক্তের দাগ ও মাংস পিন্ড থেকে পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করে এখানে তাঁর দেহাংশ রাখা হয়েছিল ৷ ভারতে চিকিৎসা করাতে এসে গত আট দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ বুধবার সকালে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের তিন বারের সাংসদের তাঁর নিয়ে রহস্য ঘনিয়েছে।
নাম প্রকাশের অনিচ্ছুক বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, আমরা সমস্তরকম চেষ্টা করার পর ওই সাংসদের খোঁজ পাই ৷ আজ নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চলাকালীন একটি কিছু তথ্য পেয়েছি । তদন্ত চলছে। আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা রক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।" তল্লাশিতে এসটিএফ এবং আইবি-র গোয়েন্দারাও যুক্ত আছেন বলে জানা গিয়েছে। আনোয়ারুল যে গাড়িটি ব্যবহার করছিলেন কলকাতায় আসার পর থেকে, সেই গাড়িটিরও খোঁজ মিলেছে।
পুলিশ সুত্রের খবর, আওয়ামী লিগ সাংসদ আনোয়ারুল আজিমের সঙ্গে ছিলেন আরও দুই ব্যক্তি ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় তারা সরাসরি জড়িত থাকতে পারে, এবং সম্ভবত ঘটনার পরই তারা দেশ ছেড়ে পালিয়ে যায় ৷ আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ ৷