পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মতুয়া-গোঁসাইদের ভাতা দিতে চায় কেন্দ্র, অনুমোদন দিচ্ছে না রাজ্য; দাবি শান্তনুর - SHANTANU THAKUR

রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় মন্ত্রীর আবেদন, "তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার যেন মতুয়া গুরু গোঁসাইদের ভাতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে এনওসি দেয়।"

SHANTANU THAKUR
শান্তনু ঠাকুর (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 7:36 AM IST

বাগদা, 24 জানুয়ারি:অন্যান্য ধর্মগুরুদের ভাতা দিচ্ছে রাজ্যে। কিন্তু মতুয়া ধর্মগুরুদের ভাতা দেওয়া হচ্ছে না। যা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

একইসঙ্গে তাঁর দাবি, "কেন্দ্রীয় সরকার মতুয়া, সাধু, গোঁসাইদের ভাতা দিতে চাইছে ৷ কিন্তু তার অনুমোদন দিচ্ছে না রাজ্য সরকার। শান্তনুর এই মন্তব্যের পিছনে পাল্টা ভোটের রাজনীতি দেখছে তৃণমূল।

রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন শান্তনু ঠাকুর (ইটিভি ভারত)

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বাগদায় হেলেঞ্চাতে মতুয়া সম্মেলনে যোগদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি শান্তনু ঠাকুর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু বলেন, "আমরা দেখছি একটা বিশেষ গোষ্ঠী এই সরকারের মাধ্যমে ভাতা পাচ্ছে। কিন্তু মতুয়া, সাধু, গোঁসাইরা ভাতা পায় না। কেন্দ্রীয় সরকার তাদের ভাতা দিতে চায়। কিন্তু ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া যাচ্ছে না অর্থাৎ রাজ্য সরকারকে উপেক্ষা করে কেন্দ্র মতুয়া, সাধু, গোঁসাইদের ভাতা দিতে পারছে না।" রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় মন্ত্রীর আবেদন, "তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার যেন মতুয়া গুরু গোঁসাইদের ভাতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে এনওসি দেয়।"

বাগদায় হেলেঞ্চাতে মতুয়া সম্মেলনে যোগদান শান্তনু ঠাকুরের (নিজস্ব ছবি)

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে শান্তনু বলেন, "রাজ্য সরকারকে চিঠি করা আছে। কিন্তু রাজ্য সরকার কোনও উত্তর দিচ্ছে না। আমরা কী করতে পারি ?" যদিও বিষয়টিকে ভাঁওতা হিসেবে দেখছে তৃণমূল। বাগদার তৃণমূলের বিধায়ক তথা ঠাকুরবাড়ি মেয়ে মধুপর্ণা ঠাকুর বলেন, "কেন্দ্রীয় সরকার ভোটের আগে মতুয়াদের জন্য অনেক কিছু করার কথা বলে। কিন্তু এখনও পর্যন্ত কিছু করেনি। শুধু ভোটের আগে এসে বড় বড় কথা বলে চলে যায়, তারপরে আর দেখা যায় না। শান্তনু ঠাকুরের এই মন্তব্য শুধু 2026 সালের বিধানসভা ভোটে জিততে হবে তার জন্য। কিন্তু এবার আর হবে না।"

ABOUT THE AUTHOR

...view details