কলকাতা, 31 জুলাই: পশ্চিমবঙ্গ বিধানসভায় বুধবার এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হল ৷ রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম যতবার বিধানসভায় বলতে উঠলেন, ততবারই ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা ৷ এই নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তরজায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বিজেপি বিধায়কদের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু বিজেপির দাবি, ফিরহাদ ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন, তা প্রত্যাহার করতে হবে ৷
উল্লেখ্য, সম্প্রতি ফিরহাদ হাকিমের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ সেখানে তাঁকে ধর্ম সংক্রান্ত কিছু মন্তব্য করতে দেখা যায় ৷ সেই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ প্রশ্ন ওঠে, রাজ্য়ের একজন মন্ত্রী কীভাবে এমন একটি মন্তব্য করতে পারেন ? চলতি বিধানসভা নির্বাচনে এই নিয়ে বিজেপি হইচইও করে ৷ মুলতুবি প্রস্তাবও আনে ৷ সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় বিধানসভার অন্দরে ও বাইরে বিক্ষোভও দেখান গেরুয়া শিবিরের বিধায়করা ৷
কিন্তু সেদিন বিধানসভায় ছিলেন না ফিরহাদ হাকিম ৷ বুধবার অবশ্য কলকাতার মেয়র বিধানসভায় ছিলেন ৷ প্রশ্নোত্তর পর্বের শেষে অ্যানুয়াল রিপোর্ট পেশের সময় তিনি বিধানসভায় বলতে ওঠেন ৷ তখন সঙ্গে সঙ্গে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা । যদিও এই প্রস্তাবে মন্ত্রীর জবাবের পরই আবার বিধানসভা কক্ষে ফিরে আসেন তাঁরা ।
এরপর দৃষ্টি আকর্ষণী পর্বেও একই ঘটনা ঘটে ৷ বিজেপি বিধায়ক দীপক বর্মন প্রশ্ন করার পর ফিরহাদ হাকিম এর জবাব দিতে ওঠেন ৷ তখনও বিধানসভা থেকে আবার বেরিয়ে যান বিজেপি বিধায়করা । এই ঘটনা নিয়ে বিধানসভার মধ্যে শাসকদলের বিধায়করাও ক্ষোভ দেখাতে শুরু করেন । বিশেষ করে শাসকদলের মহিলা বিধায়কেরা দাবি করেন, এভাবে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা বিধায়ককে অপমান করা যায় না ।